মুখ্যমন্ত্রীর জেলা সফরসূচি রদবদল

আলিপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ধারিত দক্ষিণ ২৪ পরগনা জেলা সফরের রদবদল হয়েছে। আগে ঠিক ছিল, ২৬ শে ডিসেম্বর নামখানার ইন্দিরা ময়দানে রাজ্য ও জেলার শীর্ষ কর্তাদের প্রশাসনিক বৈঠক দিয়ে মুখ্যমন্ত্রীর জেলা সফর শুরু হবে। সফরের দ্বিতীয় দিন ২৭ শে ডিসেম্বর দক্ষিণ বিষ্ণুপুর ও মন্দিরবাজার সীমানা পৌষমেলার মাঠে পরিষেবা প্রদান ও প্রকাশ্য সমাবেশ হবে। তৃতীয় দিন

মুখ্যমন্ত্রীর জেলা সফরসূচি রদবদল

আলিপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ধারিত দক্ষিণ ২৪ পরগনা জেলা সফরের রদবদল হয়েছে। আগে ঠিক ছিল, ২৬ শে ডিসেম্বর নামখানার ইন্দিরা ময়দানে রাজ্য ও জেলার শীর্ষ কর্তাদের প্রশাসনিক বৈঠক দিয়ে মুখ্যমন্ত্রীর জেলা সফর শুরু হবে। সফরের দ্বিতীয় দিন ২৭ শে ডিসেম্বর দক্ষিণ বিষ্ণুপুর ও মন্দিরবাজার সীমানা পৌষমেলার মাঠে পরিষেবা প্রদান ও প্রকাশ্য সমাবেশ হবে। তৃতীয় দিন ২৮ শে ডিসেম্বর সাগরের রুদ্রনগরে পরিষবা প্রদান ও বক্তৃতা করবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের এক আধিকারিক বলেন, প্রথম দু’দিনের কর্মসূচির পরিবর্তন হয়েছে। নামখানার পরিবর্তে মুখ্যমন্ত্রী প্রথম সভা করবেন জয়নগর ঘেষা দক্ষিণ বিষ্ণুপুরে। দ্বিতীয় দিন নামখানায় প্রশাসনিক বৈঠক করবেন। তৃতীয় দিন সাগরের কর্মসূচির অবশ্য কোনও পরিবর্তন হয়নি। এদিকে, জোর কদমে দক্ষিণ বিষ্ণুপুরে স্টিল হ্যাঙার দিয়ে পুরো সভাস্থল ঘিরে কাজ হচ্ছে। জেলাশাসক ওয়াই রত্নকার রাও শনিবার জানান, কাজের অগ্রগতি কোথায় কেমন হচ্ছে, তার উপর নজরদারি চলছে। নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে তিনটি জায়গার নির্মীয়মাণ মঞ্চ ও হেলিপ্যাডের ছবি তুলে প্রশাসনকে পাঠাতে বলা হয়েছে। তা দেখে কোথাও কোনও ত্রুটি থাকলে তা সংশোধন করে দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − five =