কলকাতা: আরও বাড়ল রাজ্য-রাজ্যপাল সংঘাত৷ রাজ্যপালের জোড়া চিঠির জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যপালের ২০টি অভিযোগ উদ্ধৃত করে কড়া জবাব দিয়েছেন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
চিঠিতে রাজ্যপালের ভাষা অপমানজনক নজিরবিহীন৷ স্বাধীন ভারতে কোন রাজ্যপাল এমনটা কখনও করেনি৷ দেশের সাংবিধানিক ও রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন ঘটনা৷ মুখ্যমন্ত্রীর প্রতি নিম্নমানের ভাষা প্রয়োগের নজির নেই৷ সুপ্রিম কোর্টের বিভিন্ন রায় উল্লেখ করে রাজ্যপালকে পত্রাঘাত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যপালের সীমাবদ্ধতার কথা চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী৷ সরকারের কাজ সহমত নাহলে আমাকে জানান৷ মন্ত্রী-আধিকারিকদের চিঠি দিয়ে প্রকাশ্যে আনছেন কেন? রাজ্যপালের জোড়া চিঠির উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
No time to bicker. There are no sane takers for this unseemly scenario.
I have held enough close to my chest- looks like revealing is becoming unavoidable.
Reply will be sent as her letter has content to which I cannot subscribe as it eclipses essence of constitution. (3/3)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 2, 2020