নন্দীগ্রামে জখম হওয়া পায়ের স্ক্যান করালেন মুখ্যমন্ত্রী

নন্দীগ্রামে জখম হওয়া পায়ের স্ক্যান করালেন মুখ্যমন্ত্রী

4e4fc7035cbd303f23377c2b6155f403

কলকাতা: চিকিৎসকেরা কি বলেছেন, তা এখনও স্পষ্ট নয়৷ কিন্তু প্রায় পাঁচ মাস আগে নন্দীগ্রামে জখম হওয়া পা বৃহস্পতিবার বিকেলে এসএসকেএম হাসপাতালে স্ক্যান করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নিজেই সেকথা জানিয়ে বললেন, ‘‘সুদীপ, জয়াদের দেখতে এসেছিলাম। ওদের শরীরটা একটু খারাপ হয়েছে। আমার বোনও ভর্তি রয়েছে। ওকেও দেখে গেলাম। আর নন্দীগ্রামে জখম হওয়া আমার পা-টাও একবার দেখানোর ছিল। স্ক্যান করালাম।’’

একুশের বঙ্গ ভোটে হট স্পট হয়ে উঠেছিল নন্দীগ্রাম৷ মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী৷ ভোট পর্ব থেকে গণনার শেষ মুহূর্ত পর্যন্ত দেখা গিয়েছে হাড্ডাহাড্ডি লড়াই৷ নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়েই গত ১০ মার্চ বিরুলিয়া বাজারে জখম হয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ পায়ে গুরুতর চোট পান তিনি৷ তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় কলকাতায়৷ প্লাস্টার করা হয়৷ চিকিৎসকরা, বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন৷ তবে চারদিনের মাথায় প্রথমে প্লাস্টার পা এবং পরে ব্যান্ডেজ নিয়ে হুইল চেয়ারে করেই ভোট প্রচারে বাংলার সর্বত্র চষে বেরিয়েছেন৷

তারপর ফের শুরু তাঁর সেই হন্টন সফর৷ মমতার কথায়, ‘‘এখন তেমন কোনএ সমস্যা নেই ঠিকই৷ কিন্তু ফলোআপ করতে বলেছিলেন চিকিৎসকেরা৷ তাই এসএসকেএমে এসেছিলাম যখন তখন পা টা স্ক্যান করে নিলাম৷’’ প্রসঙ্গত, এক পায়ে লড়েই যেভাবে একুশের বঙ্গ ভোট বৈতরণী নেত্রী পার করেছেন নেত্রী, তার জন্য বাংলা তো বটেই সর্বভারতীয় রাজনীতিতেও ক্রমেই গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন মমতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *