প্রথম মন্ত্রিসভার বৈঠকে টিকা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রথম মন্ত্রিসভার বৈঠকে টিকা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা:  করোনা সংক্রমণ মোকাবিলায় দেশজুড়ে একটি সুসংহত ভ্যাকসিন নীতির প্রয়োজন বলে রাজ্য সরকার জানিয়েছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে আজ নবান্নে নবগঠিত সরকারের রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে৷ বৈঠকের পরে মুখ্যমন্ত্রী বলেন, দেশবাসীর সুরক্ষার কথা না ভেবে দেশে উৎপাদিত ৬৫ শতাংশ ভ্যাকসিন বিদেশে রপ্তানি করা হচ্ছে৷ রাজ্যগুলিকে চাহিদামত অক্সিজেন, টিকা সরবরাহ করা হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন৷

কেন্দ্র সরকার ৩০ হাজার কোটি টাকা খরচ করে পরিকাঠামোর উন্নতি করলেই দেশে কভিড নিয়ন্ত্রণে আনা সম্ভব হলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন৷ রাজ্যের জন্য কেন্দ্রের কাছে তিন কোটি ভ্যাকসিন চাওয়া হলেও সেখানে মাত্র এক লাখ ভ্যাকসিন দেওয়ায় মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন৷ টিকাকরনের জন্য রাজ্য সরকার বেসরকারি হাসপাতালগুলিকে এক কোটি ডোজ দেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন৷  পাশাপাশি তিনি কভিড সংক্রান্ত চিকিৎসা সরঞ্জামের উপর থেকে জিএসটি-সহ সবধরনের কর মকুব করার আরও একবার দাবি জানান৷

রাজ্যে বর্তমানে ৩০ হাজারের বেশি কভিড শয্যা রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন৷ বিভিন্ন বণিক সভা সংগঠনের কাছে বাজারগুলির দায়িত্ব নেওয়ার আবেদন জানান তিনি৷ আসন্ন ঈদে কোথাও ৫০ জনের বেশি জমায়েত না করার আবেদন রেখেছেন তিনি৷ বর্তমান পরিস্থিতিতে ভিন রাজ্য থেকে এখানে আসলে RT-PCR পরীক্ষা বাধ্যতামূলক হলেও নির্বাচনের পরেই কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা কোন পরীক্ষা না করেই এখানে এসে বিভিন্ন জায়গায় যাচ্ছে বলে মুখ্যমন্ত্রী এইদিন অভিযোগ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 15 =