কবে খুলবে স্কুল-কলেজ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়াল বন্ধের মেয়াদ

কবে খুলবে স্কুল-কলেজ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়াল বন্ধের মেয়াদ

কলকাতা: কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজ্যে স্কুল কলেজ খোলার বিষয়ে ফের গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ নবান্নের সাংবাদিক বৈঠক করে রাজ্যের লকডাউনের মেয়াদ ৩১ অগাস্ট পর্যন্ত বাড়ানোর পাশাপাশি স্কুল-কলেজ খোলার বিষয়েও দিয়েছেন ইঙ্গিত৷ মুখ্যমন্ত্রী একই সঙ্গে আগামী আগস্ট পর্যন্ত রাজ্যের স্কুল-কলেজ সম্পূর্ণ বন্ধ থাকবে৷

আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে তিনি জানান, ‘‘স্কুল-কলেজ এখন বন্ধ থাকবে৷ আগস্ট মাসে স্কুল-কলেজ খোলা কোন প্রশ্নই আসে না৷ যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে, ৩১ অগাস্টের মধ্যেই আমরা সব বলে দেব৷ আমাদের একটি টার্গেট আছে, ৫ সেপ্টেম্বর  শিক্ষক দিবস, সেদিন থেকে৷ যদি পরিস্থিতি ঠিকঠাক থাকে তাহলে৷ দুর্গা পুজোর আগে এক মাস আমরা একদিন অন্তর একদিন ক্লাস নিয়ে একটা করব৷ যদি আগস্ট মাসে করোনা পরিস্থিতি যদি ঠিকঠাক থাকে তবেই৷ ৩১ অগাস্ট পর্যন্ত কিছু করা যাবে না৷’’

এবার মুখ্যমন্ত্রী কলেজ ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ে বলেন, ‘‘আমরা পরীক্ষার্থীদের নিয়ে জানিয়েছি, এখন পরীক্ষা নেওয়া সম্ভব না৷ যেটা আমরা বলেছি, ইউজিসি যে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ কার্যকর করুক৷ আগের নির্দেশ অনুযায়ী কীভাবে মূল্যায়ন করা হবে, আগের পরীক্ষার ভিত্তিতে, সেই গাইডলাউন দেওয়া হয়েছে৷ নতুন করে কোনও পরীক্ষা নেওয়া হবে না৷ ছাত্র-ছাত্রীদের বিষয়টি আমাদের দেখতে হবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =