কলকাতা: করোনা পরিস্থিতি মোকাবিলায় এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ করোনা চিহ্নিত রেড জোন এলাকায় আগামী ১৪ দিনের মধ্যে গ্রিন জোনে পরিণতকরার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ, তা নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ লকডাউন বিধি কার্যকর করতে প্রয়োজনে সশস্ত্র পুলিশ মোতায়েন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
আজ বেশ কয়েকটি জেলার নাম ধরে ধরে স্থানীয় প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার কথা নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়ে দেন, কোনভাবেই রেড জোন এলাকায় লকডাউন বিধি শিথিল করা হবে না৷ প্রয়োজনে আরও কড়াকড়ি করতে হবে৷ দরকার হলে সশস্ত্র পুলিশ নামিয়ে এলাকায় এলাকায় টহল দিতে হবে৷
একই সঙ্গে জানিয়ে দিয়েছেন, চিহ্নিত এলাকায় ১২টার মধ্যে বন্ধ হয়ে যাবে৷ একসঙ্গে বেশি লোক জমায়েত করবেন না৷ বাজারে যেন ভিড় না দেখি৷ প্রয়োজনে সশস্ত্র পুলিশ নামাতে হবে? কড়াকড়িভাবে বিষয়টি দেখতে হবে৷ করোনা সংক্রমিত হাওড়া ও উত্তর ২৪ পরগনা জেলায় ১৪ দিনের মধ্যে গ্রিনজনে পরিণত করতে হবে৷ ১৪ দিনের মধ্যে উত্তর ২৪ পরগনাকে স্বাভাবিক করতে হবে৷ উত্তর ২৪ পরগনায় প্রথমে ডেঙ্গু হয়েছে৷ সীমানা দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না৷ কোথায় কে কী নিয়ে আসছে নজর রাখতে হবে৷