কলকাতা: বর্তমান পরিস্থিতিতে করোনা চিকিৎসায় যে সব সংগঠন, সংস্থা বা ব্যক্তি চিকিৎসা সামগ্রী, জীবনদায়ী ওষুধ অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ করে সাধারণ জনতার সহায়তা করছে, রাজ্য সরকার সেইসব সামগ্রীর উপর থেকে সব ধরনের পণ্য ও পরিষেবা কর এবং শুল্ক প্রত্যাহার করার আবেদন জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা এক চিঠিতে এইসব সংস্থার তরফ থেকে রাজ্য সরকারের কাছে আসা সহায়তার জন্যই চিকিৎসায় চাহিদা ও যোগানের মধ্যে দূরত্ব কমছে বলে উল্লেখ করেছেন। এই পরিস্থিতিতে অনেক চিকিৎসক এবং সংস্থা এই সব সামগ্রীর উপর থেকে শুল্ক এবং পণ্য ও পরিষেবা কর তুলে নেওয়ার আবেদন জানিয়ে ইতিমধ্যে রাজ্যকে চিঠি দিয়েছে বলেও মুখ্যমন্ত্রী তার লেখায় উল্লেখ করেছেন। এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন।