দেশজুড়ে নেতাজির জন্মদিবসে ছুটি ঘোষণার দাবি মুখ্যমন্ত্রীর

দার্জিলিং: পাহাড়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস পালন অনুষ্ঠানে কেন্দ্র নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ এদিন ম্যাল নেতাজির জন্মদিসব পালন অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে বললেন, ‘‘নেতাজীর জন্মদিনে এখনও জাতীয় ছুটি ঘোষণা করতে পারেনি কেন্দ্র সরকার৷ আমরা কিন্তু, রাজ্যে ২৩ জানুয়ারি ছুটি ঘোষণা করেছি৷ মুখে বড় বড় কথা বলে হয় না৷’’ এদিন মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘‘এখন নেতাজীকে

ff42594d543856a08fec64d2d90f877e

দেশজুড়ে নেতাজির জন্মদিবসে ছুটি ঘোষণার দাবি মুখ্যমন্ত্রীর

দার্জিলিং: পাহাড়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস পালন অনুষ্ঠানে কেন্দ্র নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ এদিন ম্যাল নেতাজির জন্মদিসব পালন অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে বললেন, ‘‘নেতাজীর জন্মদিনে এখনও জাতীয় ছুটি ঘোষণা করতে পারেনি কেন্দ্র সরকার৷ আমরা কিন্তু, রাজ্যে ২৩ জানুয়ারি ছুটি ঘোষণা করেছি৷ মুখে বড় বড় কথা বলে হয় না৷’’

এদিন মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘‘এখন নেতাজীকে উপযুক্ত মর্যাদা দেওয়া হচ্ছে না৷ নেতাজীর অন্তর্ধান সংক্রান্ত প্রকৃত ঘটনা এখনও জানতে উৎসুক জনগন৷ নেতাজীর জন্মদিন এখনও জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়নি৷’’ তাঁর প্রশ্ন, রাজ্য সরকার কয়েক বছর আগেই এই দিনটিতে ছুটি ঘোষণা করেছে৷ কেন্দ্রের শাসক দল কেন নেতাজীকে সম্মান জানাতে পারে না? বলেন, ‘‘আমাদের দুঃখ হয়, এখনও কেন্দ্র নেতাজির জন্মদিনে ছুটি ঘোষণা করতে পারল না৷ এখনও দেশ নায়কের পরিচয় দেওয়া গেলে না৷ নেতাজির অন্তধান রহস্য এখনও জানা গেল না৷’’

নেতাজীর জন্মদিনের অনুষ্ঠানেই যোজনা কমিশন তুলে দেওয়ার জন্য কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন মমতা৷ তিনি বলেছেন, ‘‘নেতাজীর স্বপ্ন ছিল যোজনা কমিশন৷ আর বিজেপি ক্ষমতায় এসেই সেই যোজনা কমিশনকেই তুলে দিয়েছে৷’’ নেতাজি ও স্বামী বিবেকানন্দর জন্মদিনকে ছুটির দিন হিসেবে ঘোষণার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *