কলকাতা: আনলক প্রক্রিয়া শুরু হয়ে গেলেও শহর কলকাতায় এখনও সচল হয়নি বেসরকারি বাস পরিষেবা৷ সুরক্ষা বিধি মাথায় রেখে বাসের ভাড়া না বাড়ালে পরিষেবা দেওয়া সম্ভব না বলে আগেই জানিয়ে দিয়েছিল মালিক সংগঠনগুলি৷ এই নিয়ে শুরু হয়েছিল রাজ্য ও বাস মালিকদের মধ্যে চাপানউতোর৷ এবার পরিস্থিতির গুরুত্ব বুঝে বাস মালিক সংগঠনগুলিকে বড়সড় স্বস্তি দিয়ে নয়া ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
আজ রাজ্যের মন্ত্রিসভায় বাস মালিক সংগঠনগুলি সমস্যা নিয়ে বেশ কিছু ছাড় দেওয়ার ঘোষণা করেছেন তিনি৷ বেসরকারী বাস মালিক সংগঠনগুলিকে ছাড় দেওয়ার বিষয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাস মালিকদের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত কর মকুব করা হবে৷ পুরনো বছরের বাস পারমিটের ফি মকুব করা হবে৷ পুরনো বছরের কর মিটিয়ে দিলে জরিমানা মকুব করার ঘোষণা করেছেন তিনি৷ পরিবহন নিয়ে রাজ্যের মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷
তবে রাজ্য সরকারের আগের ঘোষিত নীতি অনুযায়ী বাস মালিক সংগঠনগুলিকে ১৫ হাজার টাকা মাসিক ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, তার পরিবর্তে এই কর মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে বাস মালিক সংগঠনগুলিকে কর মকুবের প্রস্তাব দেওয়া হয়েছে মানে সবাই একই আবদার করবেন নাবলেও সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷