কলকাতা: চোখ রাঙাচ্ছে করোনা৷ লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার আরও এক দফায় লকডাউন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের সময়সীমা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর তার জেরে এখনই খুলছে না স্কুল৷ গরমের ছুটির পর ফের খুলবে স্কুল৷ নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর৷
আজ নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনারা জানেন, যেহেতু বাংলায় আমাদের স্কুল ছুটি পড়ে ১০ জুন থেকে ১৫ জুলাইয়ের মধ্যে৷ কয়েক বছর বেশি করে গরমটা পড়ার জন্য আমরা ছুটি বাড়িয়ে দিয়েছিলাম৷ যেহেতু ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকছে এবং স্কুল-কলেজ জুন মাসের ১০ তারিখ পর্যন্ত বন্ধ রেখে দিয়েছি, এই কারণে, গরমের ছুটিতে একসঙ্গে এডজাস্ট হয়ে যাবে৷ আর দু’একদিনের জন্যও স্কুল খোলা দরকার নেই৷ কারণ কোয়ারেন্টিনের জন্য অনেক সময় স্কুল নেওয়া হয়েছে৷ সেগুলি পরিষ্কার করতে হবে৷ অনলাইনে কলেজ, ইউনিভার্সিটির যা করবে ভালো করে৷ আমরা পড়ুয়াদের উত্তীর্ণ করে দিয়েছি৷ পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত৷’’
ইতিমধ্যেই মে মাসের শুরুতেই স্কুলগুলিতে মিড ডে মিল পৌঁছে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ সরকারি স্কুলের ছুটির তালিকায় ২৩ মে থেকে ৭ জুন পর্যন্ত গরমের ছুটির কথা উল্লেখ করা আছে৷ শিক্ষকমহলের একাংশ মনে করেছিলেন, লকডাউন বাড়লে গরমের ছুটি কাটিয়েই স্কুল খুলতে পারে৷ আজ নবান্নে থেকে কার্যত সেই ঘোষণাই করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর আগে করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকারের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, সরকারি, বেসরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুল-কলেজ ও মাদ্রাসা ১৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে৷ কিন্তু, পরিবর্তী সময়ে ২৩ মার্চ থেকে বাংলায় লকডাউন ঘোষণা হওয়ায় স্কুল বন্ধ থাকার মেয়াদও বৃদ্ধি হয়৷ এবার সেই লকডাউনের মেয়াদ আরও এক দফায় ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে৷ পয়লা মে থেকে ২৩ মে স্কুল খোলা কথা থাকলেও তা হচ্ছে না৷ গরমের ছুটি ৭ জুন কাটিয়ে ১০ তারিখের পর খুলবে স্কুল৷ অর্থাৎ ১৬ মার্চ থেকে ১০ জুন ৮৮ দিন ছুটি৷