আচমকায় পদ থেকে ইস্তফা দিলেন প্রধান, পুনর্বহালের দাবিতে অবরোধ

আচমকায় পদ থেকে ইস্তফা দিলেন প্রধান, পুনর্বহালের দাবিতে অবরোধ

 

বনগাঁ: পঞ্চায়েত প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন বনগাঁ ব্লকের ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ৷ অথচ এখানে দেখা মিলল উলোট পুরাণ! প্রধানকে পুনর্বহালের দাবিতে অবরোধ করতে দেখা গেল দলের কর্মী-সমর্থকদের।

জানা গিয়েছে, সোমবার সকালে অফিস খোলার পরই নিজে হাতে ইস্তফাপত্র নিয়ে বনগাঁ বিডিও অফিসে হাজির হন ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান প্রসেনজিৎ ঘোষ৷ নিজেই অফিসের এস্টাবলিশমেন্ট বিভাগে ইস্তফাপত্র জমা করে তা রিসিভ করে নেন। এবং পদত্যাগপত্র ফেসবুকে ভাইরাল হতে থাকে। প্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ার কারণ হিসেবে ইস্তফা পত্রে তিনি তাঁর ব্যক্তিগত সমস্যার কথা তুলে ধরেছেন।

এ ব্যাপারে তাঁকে টেলিফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি ফলে এখনA পর্যন্ত তাঁর ব্যক্তিগত প্রতিক্রিয়া জানা যায়নি। এদিকে হঠাৎ করেই তার এই ইস্তফা দেওয়ার বিষয় নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে সবার একটাই প্রশ্ন কি এমন কারণ ঘটল যাতে তিনি হঠাৎ করে এইভাবে নিজের পথ থেকে সরে দাঁড়ালেন, ইস্তফা দিলেন।

এই বিষয়ে বনগাঁ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আলোরানি সরকার জানিয়েছেন, ‘‘কি কারণে প্রসেনজিৎবাবু পদত্যাগ করেছেন সেটা কি আমরা খতিয়ে দেখছি। আমরা বৈঠক দেখেছি৷ সমস্যার সমাধান করবার জন্য।’’ এই বিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডলের দাবি, ‘‘নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোলের জেরেই প্রসেনজিৎবাবু পদত্যাগ করেছেন।’’ এদিকে ঘটনার জেরে এদিন এলাকায় তীব্র রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *