কলকাতা : রথযাত্রা যে রুটে হওয়ার কথা ছিল, সেই পথেই ছুটবে রথ। লালবাজারে রাজ্য সরকারের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান, রথ নয়, এটা গণতন্ত্র বাঁচাও যাত্রা। আর তার রুট যে ছিল তার এক ইঞ্চিও পরিবর্তিত হবে না। এই রথযাত্রা বৈঠক নিয়ে শেষ মুহূর্তেও টানাপোড়েন হয। বৈঠক শুরু ঘণ্টা খানেক আগেই বিজেপির তরফ থেকে রাজ্য সরকারের কাছে নতুন নামের তালিকা পাঠানো হয়। রথযাত্রা নিয়ে জটিলতা কাটাতে বৃহস্পতিবার, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ লালবাজারের বৈঠকে যাওয়ার কথা ছিল প্রতাপ বন্দ্যোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার ও মুকুল রায়ের। কিন্তু বৈঠকের আগে প্রতাপ ও জয়প্রকাশের জায়গায় দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়র নাম প্রস্তাব করে রাজ্য বিজেপি। ফ্যাক্স মারফৎ ওই দুই নেতার নাম পাঠানো হয়।
যদি, নয়া তালিকায় রাজ্য সম্মতি না দেয়, তাহলে পুরনো তালিকা অনুযায়ীই প্রতিনিধিরা বৈঠকে বসবেন, এই পরিকল্পনা নিয়েই বিজেপি সদর দফতর থেকে দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়ের সঙ্গে লালবাজার যান প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও জয়প্রকাশ মজুমদার। তবে, শেষ পর্যন্ত সাড়ে পাঁচটা নাগাদ বৈঠকে বসেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়। রাজ্যের তরফে ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজি। ছটা নাগাদ বৈঠক সেরে বেরিয়ে আসেন বিজেপি নেতৃত্ব। তারপরেই দিলীপ ঘোষ জানান, যেদিন থেকে রাজ্য সরকারে অনুমতি দেবেন, তার ৪৮ ঘণ্টার মধ্যেই যাত্রা শুরু করতে প্রস্তুত বিজেপি। এদিকে, শনিবারের মধ্যে হাইকোর্টে রথযাত্রা বৈঠক নিয়ে আদালতে জানাতে হবে রাজ্য সরকারকে। এই পরিস্থিতিতে বল সরকারে কোর্টে। রাজ্যে আদৌ বিজেপির রথের চাকা গড়াবে কি না, তা স্পষ্ট হবে শনিবারই।