কলকাতা: ঘূর্ণিঝড় আমপান রাজ্যে আছড়ে পড়ার পর নিজে চোখে পরিস্থিতি খতিয়ে দেখতে ছুটে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রাজ্য সরকারকে সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছিলেন৷ প্রধানমন্ত্রীর ঘোষণা মতো ঘূর্ণিঝড় বিধ্বস্ত রাজ্যের পুনর্গঠন এক হাজার কোটি টাকা সাহায্যও আশ্বাসও দিয়েছিলেন৷ এবার প্রধানমন্ত্রীর আশ্বাস মতো রাজ্যের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে রাজ্যে আসছে বিশেষ কেন্দ্রীয় প্রতিনিধি দল৷
প্রশাসনিক সূত্রের খবর, প্রতিনিধি দলের রিপোর্টের ওপর ভিত্তি করে রাজ্যের জন্য পরবর্তী দফার আর্থিক প্যাকেজ ঘোষণা করবে কেন্দ্র৷ এর আগে রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনায় আসা আন্তঃমন্ত্রক দলকে বিভিন্ন ভাবে অসহযোগিতা করার অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে৷ কিন্তু এবার কেন্দ্রীয় দলকে সবরকমের সহায়তার বার্তা দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের শীর্ষস্তর থেকে৷ প্রাপ্তিযোগের সম্ভাবনার কারণে সরকার পক্ষের অবস্থান বদল বলে বিরোধীদের কটাক্ষ৷
আমফানে রাজ্যের প্রায় ৭টি জেলা বিপর্যস্ত হয়েছে৷ তার মধ্যে দুই ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরের অবস্থা সবচেয়ে খারাপ৷ আজ বুধবার পর্যবেক্ষক দলের কলকাতায় আসার কথা৷ তবে দল কতদিন রাজ্যে থাকবে, তা এখনও স্পষ্ট জানা যায়নি৷ পাশাপাশি, দলে কতজন সদস্য থাকবেন সেটাই খুব একটা স্পষ্ট নয়৷ রাজ্য সরকারের দাবি, আমফানের জেরে যে ক্ষতি হয়েছে, তার মূল্য কমপক্ষে এক লক্ষ কোটি টাকা৷
এখন দেখার কেন্দ্রীয় দল আসার পর সেই ক্ষতিপূরণের অঙ্ক কোথায় গিয়ে দাঁড়ায়৷ এখনও পর্যন্ত যা খবর, তাতে দক্ষিণ ২৪ পরগণায় পাথরপ্রতিমা ও উত্তর ২৪ পরগনার সন্দেশখালি যেতে পারে এই কেন্দ্রীয় দল৷ সেখানে স্থানীয় প্রশাসনের কর্তাদের সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন৷ কেন্দ্রীয় পর্যবেক্ষক দলকে যাতে সব তথ্য সঠিক ভাবে দেওয়া হয় সে বিষয়ে জেলা প্রশাসনকে বিশেষ ভাবে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী৷