এবার বাংলায় হবে ‘গোবর-শিল্প’! ৫ কোটির ব্যবসা করবে কেন্দ্র

এবার বাংলায় হবে ‘গোবর-শিল্প’! ৫ কোটির ব্যবসা করবে কেন্দ্র

কলকাতা: গোবর-গুণের মাহাত্ম্য কম নয়৷ এবার সেই গোবরকে কাজে লাগিয়ে অন্ততপক্ষে ৫ কোটির ব্যবসার লক্ষ্যমাত্রা নিতে চলেছে কেন্দ্র৷ এই কাজে মোদী সরকারের লক্ষ্য বাংলা৷

জানা গিয়েছে, গোবর থেকে বায়ো গ্যাস সৃষ্টি থেকে করা হবে৷ এর নাম রাখা হয়েছে ‘গোবর-গণেশ’৷ গোবরের পাশাপাশি  গোমূত্ররকেও কাজে গালানো হবে৷ তৈরি হবে শ্যাম্পু ও সাবান৷ গো-বর্জ্য থেকে তিনটি উপকরণ বাজারে এনে ব্যবসা বাড়ানোর লক্ষমাত্রা নেওয়া হচ্ছে৷

কীভাবে হবে এই প্রকল্প? ব্যবসা হবে কীভাবে? গোটা বিষয়টি সফল করতে গোবর-গোমূত্র থেকে ওষুধ তৈরির উপকরণ নিয়ে বিরাট প্রচারের লক্ষ্যমাত্রা রয়েছে৷ প্রচারের পর হবে ব্যবসা৷ সেখান থেকে লক্ষ্মীলাভ হবে বলে মনে করা হচ্ছে৷ গোবর থেকে বায়ো গ্যাস ও গোমূত্র থেকে শ্যাম্পু ও সাবান তৈরির পরিকল্পনাও রয়েছে কেন্দ্রের৷ নয়া এই পরিকল্পনা বাস্তবায়িত হলে  বছরে অন্তত ৫ কোটির ব্যবসা হতে পারে বলে প্রাথমিক ভাবে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে খবর৷

এতদিন গোবরের ব্যবহার ছিল ঘুঁটে তৈরিতে৷ পরে তাকে কাজে লাগিয়ে করা হযেছে বায়ো গ্যাস উৎপাদনে৷ এবার গোবর থেকে নয়া শিল্প প্রস্তুত করার চিন্তাভাবনা রয়েছে কেন্দ্রের৷ সামনেই গণেশ চতুর্থী৷ তার আগে দেশজুড়ে ৫ কোটি টাকার ‘গোবর-গণেশ’ তৈরির লক্ষমাত্রা নেওয়া হয়েছে বলে খবর৷

গো-সম্পদ বৃদ্ধিতে গত বছর কেন্দ্রীয় বাজেটে ‘রাষ্ট্রীয় কামধেনু আয়োগ’ চালু করা হয়েছে৷ গোরুর দুধের উৎপাদন বৃদ্ধি থেকে গোপালনে উৎসাহ, গোবর থকে বায়ো গ্যাস উৎপাদনের গুরুত্ব দেওয়া হয়েছে৷ এবার গোবর থেকে নানারকম হস্তশিল্প তৈরির ব্যাপারেও উদ্যোগ নেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই দার্জিলিং থেকে শুরু করে শিলিগুড়ি, মায়াপুর ও কলকাতা থেকে এই বিষয়ে অনেকেই আগ্রহ দেখিয়েছেন বলে দাবি করেছেন কামধেনু আয়োগের চেয়ারম্যান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *