রেশন ইস্যুতে কেন্দ্রের কড়া চিঠি রাজ্যকে

কলকাতা: রেশন দোকানগুলিতে ইলেকট্রনিক পয়েন্ট অব সেলস যন্ত্র চালু করার জন্য রাজ্যের উপর চাপ বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার৷ কেন এই যন্ত্র চালু হচ্ছে না, সে ব্যাপারে কার্যত জবাবদিহি চেয়ে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক থেকে বেশ কড়া ভাষায় চিঠি লেখা হয়েছে রাজ্য খাদ্য দপ্তরকে৷ যত তাড়াতাড়ি সম্ভব ইপিওএস মেশিন চালু করে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে রাজ্য সরকারকে বলা

7547a6712a1245159023d16f769e9acf

রেশন ইস্যুতে কেন্দ্রের কড়া চিঠি রাজ্যকে

কলকাতা: রেশন দোকানগুলিতে ইলেকট্রনিক পয়েন্ট অব সেলস  যন্ত্র চালু করার জন্য রাজ্যের উপর চাপ বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার৷ কেন এই যন্ত্র চালু হচ্ছে না, সে ব্যাপারে কার্যত জবাবদিহি চেয়ে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক থেকে বেশ কড়া ভাষায় চিঠি লেখা হয়েছে রাজ্য খাদ্য দপ্তরকে৷ যত তাড়াতাড়ি সম্ভব ইপিওএস মেশিন চালু করে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে রাজ্য সরকারকে বলা হয়েছে৷

এই যন্ত্রে রেশন গ্রাহকদের আধার নম্বর সংযুক্তিকরণ করতে হবে৷ রেশনে আধার নম্বর যুক্ত করার সময়সীমা সম্প্রতি কেন্দ্র আরও তিন মাস বৃদ্ধি করে সেপ্টেম্বর পর্যন্ত করেছে৷ রাজ্য সরকার দুটি সংস্থার মাধ্যমে রেশন দোকানে ইপিওএস যন্ত্র বসাতে উদ্যোগী হয়েছে৷ ওই দুটি সংস্থা যন্ত্র কিনে সরবরাহ করেছে৷ রক্ষণাবেক্ষণের কাজও তারা করবে৷ যন্ত্র সরবরাহ থেকে শুরু করে চালানোর পুরো দায়িত্ব রাজ্য খাদ্য দপ্তর তাদের দিয়েছে৷ এর বিনিময়ে ওই সংস্থা রেশন দোকানে ইপিওএসের মাধ্যমে প্রতি কেজি চাল ও গম বিক্রির উপর ১১ পয়সা করে কমিশন পাবে৷ ইপিওএস যন্ত্র চালু করলে যে অতিরিক্ত ১৭ পয়সা করে কমিশন ডিলারদের দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছে, তার থেকে এটা দেওয়া হবে। যদিও ওই কমিশনের অর্ধেক বহন করতে হবে রাজ্য সরকারকে৷  যে দুটি সংস্থা যন্ত্র সরবরাহ করেছে, তারাও এগুলি চালু করার জন্য রাজ্য সরকারকে চাপ দিচ্ছে৷ কারণ এগুলি চালু না হওয়া পর্যন্ত প্রতি কেজিতে ১১ পয়সা করে কমিশন তারা পাবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *