গরুপাচাকাণ্ডে এনামুল ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের বাড়িতে সিবিআই হানা

গরুপাচাকাণ্ডে এনামুল ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের বাড়িতে সিবিআই হানা

নিজস্ব সংবাদদাতা, বসিরহাট:  গরুপাচারকাণ্ডে যুক্ত রয়েছে ভাইপো, এই অভিযোগ প্রতিসভাতেই গিয়ে করেন শুভেন্দু৷ নাম তোলেন এনামুলের৷ একইসঙ্গে এনামুল ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের নামও তুলেছিলেন তিনি৷ সেই বারিক বিশ্বাসের বাড়িতে বুধবার গরুপাচারকাণ্ডে হানা দেয় সিবিআই৷ যদিও তাকে পাওয়া যায়নি। কয়েকবছর আগে এই বারিক বিশ্বাসকে সোনা পাচার কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল।

বুধবার সকালে সিবিআই এর একটি বিশেষ দল বারিক বিশ্বাসের বাড়িতে হানা দেয় এবং তল্লাশি করে। এলাকায় ইমপোর্ট এক্সপোর্টের ব্যবসা রয়েছে তার৷ তবে জানা যায় তার আড়ালেই যে তার অবৈধ ব্যবসা আছে। রাজনীতি নেতা কর্মীদের ঘরে তার যাতায়াত ছিল অবাধ। ২০০৬ সাল থেকে বিশ্বাস পরিবারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘনিষ্টতা বৃদ্ধি পায়। এর আগে বারিক বিশ্বাস বাম নেতাদের ছত্রছায়ায় ছিল। ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বামেদের ক্ষমতা হারাতে দেখে বারিকও বিকল্প ছাতা খুঁজতে থাকে। এরপরই তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘনিষ্টতা বৃদ্ধি করে সে৷ এদিন বারিকের ভাই মালেক বিশ্বাস বলেন চক্রান্ত করে আমার দাদাকে ফাঁসানো হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইটভাঁটার ব্যবসার আড়ালে গরু পাচারের কারবার চালান বারিক বিশ্বাস। এছাড়াও বারিক বিশ্বাস ইলেকট্রনিস্ক, খাদ্য সামগ্রী, ওষুধ পাচারের সঙ্গেও যুক্ত বলে অভিযোগ। বারিকের সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতার কথা সকলের জানা৷ তাই বারিক বিশ্বাস কোনওভাবে গ্রেফতার হলে নির্বাচনের আগে এবার ঝুলি থেকে বেড়াল বেরিয়ে যাবে না তো? এমনই প্রশ্ন তুলছেন বিরোধীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =