রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদল

কলকাতা: ফের রাজ্য মন্ত্রিসভায় রদবদল ঘটাতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বেশ কিছু ‘ফাঁকিবাজ’ মন্ত্রীর পদ কেড়ে নতুন মুখেরও উপর আস্থা দেখাতে পারেন মুখ্যমন্ত্রী৷ নবান্ন সূত্রে খবর, দল ও জনসংযোগের নিরিখে বেশ কয়েকজন নতুন মুখকে মন্ত্রিসভায় তুলে আনতে পারেন তিনি৷ কিন্তু, কেন এই বদল? পর্যবেক্ষক মহলের ধারনা, সামনেই লোকসভা নির্বাচন৷ রাজ্য মন্ত্রিসভায় নতুনদের দায়িত্ব দিয়ে বেশ

রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদল

কলকাতা: ফের রাজ্য মন্ত্রিসভায় রদবদল ঘটাতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বেশ কিছু ‘ফাঁকিবাজ’ মন্ত্রীর পদ কেড়ে নতুন মুখেরও উপর আস্থা দেখাতে পারেন মুখ্যমন্ত্রী৷ নবান্ন সূত্রে খবর, দল ও জনসংযোগের নিরিখে বেশ কয়েকজন নতুন মুখকে মন্ত্রিসভায় তুলে আনতে পারেন তিনি৷

কিন্তু, কেন এই বদল? পর্যবেক্ষক মহলের ধারনা, সামনেই লোকসভা নির্বাচন৷ রাজ্য মন্ত্রিসভায় নতুনদের দায়িত্ব দিয়ে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে লোকসভায় নিয়ে যেতে চাইছেন মুখ্যমন্ত্রী৷ লোকসভায় বাংলা থেকে অন্তত ৪০টি আসন তৃণমূলের হাতে চলে এসে সরকার গঠনে নীর্ণায়ক ভূমিকা নেবে তৃণমূল৷ সেক্ষেত্রে অন্তত পাঁচ-ছটি গুরুত্বপূর্ণ মন্ত্রকও পেতে পারে তৃণমূল৷ ফলে, গুরুত্বপূর্ণ মন্তক সামলাতে অভিজ্ঞতারও প্রয়োজন হবে৷ ফলে, ২০১৯-এর নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই ছক সাজাতে শুরু করেছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 12 =