করোনা মোকাবিলায় জরুরি ভিত্তিতে চলবে বাস পরিষেবার

করোনা মোকাবিলায় জরুরি ভিত্তিতে চলবে বাস পরিষেবার

কলকাতা: করোনা সংক্রমণ থেকে শহরবাসীকে রক্ষা করতে কলকাতায় চলছে লকডাউন। যার ফলে বন্ধ ট্রেন, বা্স, মেট্রো পরিষেবা। তবে, হাসপাতালে যাওয়ার জন্য কয়েকটি বাস পরিষেবা চালু করেছিল রাজ্য পরিবহন দফতর। এবার জরুরি পরিষেবায় কয়েকটি রুটে বাস চালানোর সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর।

পরিবহন দফতর সূত্রে খবর, প্রতি ১ ঘন্টা অন্তর নির্ধারিত রুটগুলোতে চলবে বাস। সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই পরিষেবা মিলবে।

যে সমস্ত রুটে বাস চালানো হবে তার মধ্যে রয়েছে, রুট এস – ২৪, হাওড়া স্টেশন-কামালগাজি। রুট সি-৩৭ , এসপ্ল্যানেড-আমতলা। এস – ১২ রুটে হাওড়া স্টেশন- নিউ টাউন। রুট es-৯ এ ডানলপ-বালিগঞ্জ। এস-৫ রুটে হাওড়া স্টেশন-গড়িয়া। সি-৪ রুটে জোকা -বারাসত। প্রয়োজনে ফোন করা যেতে পারে পরিবহণ দফতরের কন্ট্রোল রুমে। নম্বর হল ০৩৩-২২৩৬১৯১৬ / ২২৩৬০৪৬২ / ৯৪৩২০২২১৪৭ / ৮৬৯৭৭৩৩৩৯১ / ৮৬৯৭৭৩৩৩৯২

সারা দেশে হঠাৎ করেই লক ডাউনের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী৷ লক ডাউন শুরু হওয়ার চার ঘণ্টা আগে সাধারণ মানুষ জানতে পারেন৷ এর জেরে সারা দেশের অনেক জায়গাতেই পশ্চিমবঙ্গের মানুষ আটকে পড়েছেন৷ নিজেদের ঘরে ফিরতে পারছেন না৷ তাঁরা যাতে ভিন রাজ্যে কোনও অসুবিধার মধ্যে না পরেন,  সেই কারণে ১৮টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেসব রাজ্যে চিঠি দিয়েছেন, তার মধ্যে রয়েছে তামিলনাড়ু, ওডিশা, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র, কেরল প্রভৃতি রাজ্য৷ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আটকে পড়া পশ্চিমবঙ্গের বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের যাতে কোনও অসুবিধা না হয়, সেই দিকে স্থানীয় প্রশাসন যেন নজর দেয়৷

ভারতে অন্যান্য রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে৷ ইতিমধ্যে ভারতে ১০ জনের শরীর করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ বুধবার রাতে কলকাতার এক জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ তিনি টাইফয়েডে আক্রান্ত হয়ে বাইপাশের একটি হাসপাতালে ভর্তি ছিলেন৷ কোভিড-১৯য়ের পরীক্ষা করা হলে তা পজেটিভ আসে৷ তাঁর বিদেশ যাত্রার কোনও ইতিহাস নেই৷ সম্প্রতি তিনি এগরাতে একটি বিয়ে বাড়ি গিয়েছিলেন৷ সেখানে অনেক অতিথি ছিলেন, যাঁরা সম্প্রতি বিদেশ থেকে এসেছেন৷ সেখান থেকে তিনি করোনায় আক্রান্ত হতে পারেন বলে অনেকে মনে করছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =