হাওড়া: হাওড়া ময়দানে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের দোকানে গিয়ে ধাক্কা মারল ঝিকিরা রুটের যাত্রীবাহী বাস। আহত হয়েছেন রাস্তায় দাঁড়িয়ে থাকা দুই মহিলা ও বাসের চালক। শনিবার বিকেলে ওই দুর্ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য৷
প্রত্যক্ষদর্শীরা জানান, হাওড়া- ঝিকিরা রুটের একটি বাস দ্রুতগতিতে আসছিল৷ আচমকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাশের ফুটপাতের দোকানে ঢুকে যায়। ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন বিকেলে ঘটনাটি ঘটে হাওড়া ময়দানের মহাত্মা গান্ধী রোড ও জি টি রোডের ক্রসিংয়ে।
পুলিশের অনুমান, বাসটি স্টিয়ারিং ফেল করে ডানদিকে ঘোরাতে গিয়ে সোজাসুজি ঢুকে যায় ফুটপাতের একটি দোকান সহ পিছন দিকে থাকা আরও একটি দোকানে। যদিও পিছনের দোকানের হোর্ডিং ভেঙে যায় এবং ফুটপাথের দোকানটির বেশ কিছুটা ক্ষতি হয়। এই ঘটনায় দুই মহিলা ও বাসের চালক জখম হন। তাদের উদ্ধার করে পুলিশ হাওড়া জেলা হাসপাতালে পাঠায়। বাসটিকে পরে সরানো হয়েছে।
যাত্রীদের অভিযোগ, দীর্ঘ লক ডাউনে বাসগুলি দীর্ঘদিন বসে ছিল৷ তার ফলে সেগুলির সঠিক রক্ষণাবেক্ষণ হয়নি৷ এক্ষেত্রে রাস্তায় বহু ‘আনফিট’ বাসও চলাচল করছে৷ অন্যদিকে কিছু চালক সময়ের মধ্যে গাড়ি গন্তব্য পৌঁছানোর জন্য বেপরোয়াভাবে গাড়ি চালান বলে অভিযোগ৷ তাই অবিলম্বে পথে নামা বাসের উপযুক্ত পরীক্ষা নিরিক্ষার দাবি জানিয়েছেন যাত্রীরা৷ তাঁদের মতে, দুর্ঘটনা রোধে এই পর্যবেক্ষণ প্রয়োজন৷