চাঁচল: নিয়ন্ত্রণ হারিয়ে একটি সরকারি বাস ধাক্কা মারল অটো ও এক সাইকেল আরোহীকে। অল্পের জন্য প্রাণে বাঁচলো সাইকেল আরোহী যুবক বাদল মণ্ডল। বাই সাইকেলটি বাসের চাকায় পড়ে দুমড়ে মুচড়ে গিয়েছে। পরে বাসটি ধাক্কা মারে একটি যাত্রীবাহী অটোকে। বুধবার দুপুরে মালদহের চাঁচল এনবিএসটিসি বাস ডিপো সংলগ্ন ৮১ নং জাতীয় সড়কের এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য৷
এদিন চাঁচল ডিপো থেকে বাসটি ইন্টার ডিপোতে যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছিল। ডিপো থেকে সড়ক উঠতেই এই ঘটনা। জখম সাইকেল আরোহী বাদল মণ্ডল আলমারী মিস্ত্রি। কাজের উদ্দেশ্যে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন৷ অবশেষ বাসের ধাক্কায় জখম হন ওই যুবক। জখম যুবক বাদল জানান, চলন্ত বাস থেকে নেমে যায় ড্রাইভার। চলন্ত বাস থেকে চালক কেন নামল তা অবশ্য স্পষ্ট নয়৷ ড্রাইভার নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে দাবি ওই যুবকের।
গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচলে। যদিও সাইকেল আরোহীর দাবি উড়িয়ে ডিপো চত্বরে থাকা আইএনটিটিইউসির সম্পাদক গোলাম মর্তুজা দাবি করেন, বাসটিতে যাত্রী ছিল না, ছিল না ড্রাইভারও। শর্ট শার্কিটের জেরে বাস স্টার্ট হয়ে যায়। জখম সাইকেল আরোহী যা বলছে সব মিথ্যে৷ তবে বাসটি শর্ট সার্কিটের জেরে ডিপো থেকে সড়কে বেরিয়ে এল নাকি কোনও ভুতুড়ে কাণ্ড তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে ডিপোজুড়ে৷ কারণ, এই ডিপোর ঘাড়ে ভুতের বদনাম রয়েছে অনেক আগে থেকেই৷