কলকাতা: শনিবার থেকে বউবাজারে জোর কদমে শুরু হল মেট্রো টানেল তৈরির কাজ। তবে আগের থেকে অনেক বেশি সতর্কতা মেট্রো কর্তৃপক্ষ অবলম্বন করছে বলে জানা গিয়েছে। টানেল বোরিং মেশিনে সেন্সর বসানো হয়েছে বলেও মেট্রোর তরফে জানানো হয়েছে। তবে আগের থেকে অনেকটা ধীর গতিতে এই কাজ করা হবে বলে জানা গিয়েছে। মেট্রো সূত্রে খবর, বউবাজারে বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত টানেল তৈরি করতে প্রায় তিন মাস লেগে যাবে। তারপর মাটি থেকে মেশিন বের করে লাগবে আরও তিনমাস। তবে তাড়াহুড়ো নয়, এবার সময়ের চেয়েও সতর্কতাকে বেশি গুরুত্ব দিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ।
মাস ছয়েক আগে ভয়াবহ স্মৃতি এখনও দগদগে বউবাজারের বাসিন্দাদের। বউবাজারের দুর্গা পিতুরি লেন, স্যাকরাপাড়া, গৌর দে লেনের মেট্রো টানেলের জেরে একের পর এক বাড়ি বিপর্যস্ত হয়। কোনো বাড়ি হেলে পড়ে তো কোনও বাড়ি ভেঙে যায়। যার জেরে বউবাজারের অনেক বাসিন্দাদের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। ভিটেমাটি ছেড়ে দিন কাটাতে হয়েছে হোটেলে। এরপরেই বউবাজার থেকে শিয়ালদহের মেট্রোর টানেল তৈরি বন্ধ হয়ে যায়। শনিবার হাইকোর্টের নির্দেশে ফের মেট্রোর টানেলের কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে।