এলাকা দখল নিয়ে চুলোচুলি, হাতাহাতিতে জড়ালেন বৃহন্নলারা

এলাকা দখল নিয়ে চুলোচুলি, হাতাহাতিতে জড়ালেন বৃহন্নলারা

গোপালনগর: এলাকার দখল নিয়ে বৃহন্নলাদের মারধরের অভিযোগ অন্য বৃহন্নলাদের বিরুদ্ধে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷

জানা গিয়েছে, সোমবার দুপুরে উত্তর ২৪ পরগনার গোপালনগরের সাইলি পাড়ায় বৃহন্নলাদের প্রধান পাখি মাসীর বাড়িতে হামলা চালায় নদিয়াপ বৃহন্নলারা৷ অভিযোগ, নদীয়া জেলার বৃহন্নলা বেদানা মাসি এলাকার ঝুমা ও সাধনা মাসীকে সঙ্গে নিয়ে বহিরাগত কিছু যুবক নিয়ে এসে ঘরে ঢুকে মারধর করে৷ মারের চোটে আহত দুজন বৃহন্নলা।

বনগাঁর বৃহন্নলা ঝুমুর মাসী জানান, তাঁরা দীর্ঘদিন ধরেই গোপালনগর এলাকায় কাজ করেন৷ কিন্তু সাম্প্রতিক নদীয়া জেলার কয়েকজন বৃহন্নলা এই এলাকার দখলের চেষ্টা চালাচ্ছে । সোমবার দুপুরে হঠাৎ করে পাখি মাসির বাড়িতে কয়েকজন যুবক নিয়ে চড়াও হয়ে তাদেরকে মারধর করে বলে অভিযোগ। নদীয়া জেলার বৃহন্নলা গোপালনগর সহ পার্শ্ববর্তী কয়েকটি এলাকা দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তোলেন তারা । পরবর্তীতে তারা গোপাল নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্রের খবর, হামলার জেরে দু’পক্ষের মধ্যেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী৷ পুলিশ সূত্রে খবর, দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ যদিও যেহেতু দু’পক্ষই বৃহন্নলা তাই আলাপ আলোচনার মাধ্যমেই পুলিশ সমস্যা সমাধানের চেষ্টা করছে বলে সূত্রের খবর৷  যদিও দু’পক্ষই নিজেদের দাবিতে অনড়৷ তাঁরা পরস্পর পরস্পরের গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + ten =