টানা বৃষ্টিতে বাঁকড়ুায় ভেঙে পড়ল সেতু, শুরু রাজনৈতিক তরজা

টানা বৃষ্টিতে বাঁকড়ুায় ভেঙে পড়ল সেতু, শুরু রাজনৈতিক তরজা

বাঁকুড়া: টানা বৃষ্টিতে ভেঙে পড়েছে কোতুলপুর-ইন্দাস সংযোগকারী ছোট পাগলা খালের সেতু। চরম সমস্যায় অসংখ্য মানুষ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই সেতু ভেঙে পড়ার ফলে মধুবন কলোনী, মহামায়া কলোনী, বেতানরল, ছোট পাগলা সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ চরম সমস্যায় পড়েছেন।

স্থানীয় সূত্রে খবর, মাত্র কয়েক বছর আগে ছোট পাগলা খালের উপর এই সেতু তৈরি হয়। ফলে খালের দু’পারের দুই ব্লকের মানুষের যোগাযোগ ব্যবস্থা সুগম হয়। কৃষিপ্রধান এলাকা হিসেবে পরিচিত এই অঞ্চলের উৎপাদিত সবজি সহজেই বাজারজাত করার পক্ষেও বিশেষ সুবিধা হয়। কিন্তু বর্তমানে এই সেতু ভেঙে পড়ায় দীর্ঘ আট কিলোমিটার ঘুরে স্থানীয় বাজারে পৌঁছাতে হচ্ছে বলে এলাকার মানুষ জানিয়েছেন।

আর এনিয়েই শুরু হয়েছে বিজেপি-তৃণমূল রাজনৈতিক তর্জা। স্থানীয় বিজেপি নেতা শিবদাস ঘোষ বলেন, বাম আমলে এই সেতু মঞ্জুর হয়, কাজ হয় তৃণমূল ক্ষমতায় আসার পর। তৃণমূলের ‘দাদা’রা কাটমানি আর সিণ্ডিকেট করে টাকা হাতিয়ে নেওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদার নিম্ন মানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করতে বাধ্য হয়েছে। ফলে যা হওয়ার তাই হয়েছে বলে তিনি দাবি করেন। ‘বিজেপি কুৎসা করছে, সত্যাসত্য প্রমাণের জন্য তদন্ত দাবি করে’ তৃণমূলের ব্লক সভাপতি সমীর বাগ বলেন, ‘‘প্রাকৃতিক বিপর্যয়ের উপর কারও হাত থাকে না। খালের পরিসর বেড়েছে। ফলে ওই সেতু ভেঙেছে।  বিজেপি এবিষয়ে কিছু না জেনে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *