বারাসত: বিয়ের আসরে রেজিস্ট্রি নিয়ে বচসা। তার জেরে ছাদনাতলা থেকে চলে গিয়েছিলেন পাত্র। অবশেষে পাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে বিয়ের পোশাক পরেই ছাদনাতলা থেকে সোজা ‘শ্রীঘরে’ গেলেন হবু বর। শুক্রবার রাতে দত্তপুকুর থানা এলাকায় এমনই ঘটনা ঘটেছে।
শনিবার সকালে বারাসত জেলা আদালত থেকে অবশ্য জামিনে মুক্ত হয়েছেন পাত্র। তবে, এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, পাত্রীর অভিযোগের ভিত্তিতে বিয়ের রাতেই অভিযুক্ত পাত্রকে গ্রেপ্তার করা হয়েছিল।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় বিয়ের লগ্ন ছিল। তার আগেই পাত্রপক্ষের আসার কথা ছিল। কিন্তু, রাত ১০টা নাগাদ বর এসে পৌঁছায়। বিয়ের প্রস্তুতি শুরু হওয়ার পরই পাত্রীপক্ষ বলে, আগে রেজিস্ট্রি হবে। তারপর সামাজিক বিয়ে হবে। তখন পাত্র জানান, এমনিতেই দেরি হয়ে গিয়েছে। আগে সামাজিক বিয়ে হয়ে যাক। সাতদিন পর তিনি রেজিস্ট্রি করে নেবেন।
এ নিয়ে এক কথা, দু-কথা থেকে বচসা শুরু হয়। পাত্রীপক্ষের সঙ্গে পাত্র এবং পাত্রপক্ষের লোকজন চরম বচসায় জড়িয়ে পড়েন। বিয়ের রেজিস্ট্রি করবেন বলে বাইরে থেকে রেজিস্ট্রারও এসেছিলেন। তাঁর সামনেই এই বচসা চলছিল। তিনি এই দৃশ্য দেখে হকচকিয়ে যান। পাত্রপক্ষ দেরিতে আসায় তখন পাত্রীপক্ষের খাওয়াদাওয়া চলছিল।