এবার রাতের অন্ধকারে বোমা পড়ল তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে

এবার রাতের অন্ধকারে বোমা পড়ল তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে

মুর্শিদাবাদ: ভোট মিটলেও সেই ট্র্যাডিশন সমানে চলছে৷ ইতিমধ্যে ভোট পরবর্তী হিংসার তদন্তে নেমেছে সিবিআই৷ হিংসার ঘটনায় কেন্দ্রীয় আধিকারিকেরা ধরপাকড়ও করছেন৷ কিন্তু ভবি ভোলার নয়৷ রেশ নেই হিংসায়৷ এবার কান্দিতে রাতের অন্ধকারে বোমা পড়ল তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে৷

মুর্শিদাবাদ জেলার কান্দি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের বুথ কমিটির সভাপতি নির্মলেন্দু মণ্ডলের বাড়িতে বুধবার রাতে বোমাবাজির অভিযোগ উঠেছে৷ ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় কান্দি থানার বিশাল পুলিশবাহিনী এবং কান্দি পৌরসভার সহকারি পৌরপ্রশাসক দেবল দাস সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও কে বা কারা, কি কারণে তৃণমূলের বুথ কমিটির সভাপতির বাড়িতে বোমাবাজি করল, তা স্পষ্ট নয়৷

কান্দি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেষ পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে৷ শাসকদল তৃণমূলের অভিযোগ, এলাকায় ভয় ভীতির পরিবেশ তৈরি করতে বিরোধীরা পরিকল্পিতভাবে নেতার বাড়িতে এমন হামলা চালালো৷ যদিও বিজেপির তরফে অভিযোগ উড়িয়ে সাফ জানানো হয়েছে, পুরোটাই শাসকের গোষ্ঠী কোন্দলের নিট ফল৷ পুলিশ সঠিক ভাবে তদন্ত করলেই স্পষ্ট হয়ে যাবে, নিজেরে গোষ্ঠী কোন্দলের জেরেই বোমাবাজির ঘটনা ঘটেছে৷ তাই নিজেদের কোন্দলকে বিজেপির ঘাড়ে চাপানো হচ্ছে৷ তবে রাজনৈতিক অভি়যোগ, পাল্টা অভিযোগের মাঝে বাড়ি বয়ে এসে দুষ্কৃতীদের এমন বোমাবাজির ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে তীব্র আতঙ্ক৷ তাঁদের মতে, অবিলম্বে পুলিশ টহলদারির ব্যবস্থা করক৷ তা না হলে তো এলাকায় ঘোরা ফেরায় করায় দুরূহ হয়ে পড়বে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 1 =