কলকাতা: আমফান প্রায় ১২ দিন আগে হয়ে গিয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় আমফান কার্যত ধ্বংসলীলা চালিয়েছে। এবার কলকাতার ধ্বংসস্তূপ সরাতে গিয়ে উদ্ধার হল পচা-গলা দেহ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আমফানের জেরেই প্রাচীর ভেঙে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, নেতাজি নগর থানায় আমফান বেশ তাণ্ডব চালিয়েছে। প্রচুর গাছ পড়ে গিয়েছে। পাশাপাশি আমফানের তাণ্ডবের জেরে বেশ কিছু প্রাচীর ভেঙে পড়ে যায়। রবিবার কিছু শ্রমিককে দিয়ে নেতাজী নগরে ভেঙে যাওয়া প্রাচীরের ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন স্থানীয়। কাজ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই পচা গন্ধ পেতে শুরু করেন শ্রমিকরা। গন্ধে লোকও জড়ো হতে শুরু করে। পরে শ্রমিকরা পচা গলা দেহ উদ্ধার করে।
খবর পেয়ে নেতাজি নগর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই ব্যক্তির আনুমানিক ৪৫ বছর। ঝড়ের সময় তিনি প্রাচীরের কাছে দাঁড়িয়ে ছিলেন। সেই প্রাচীর ভেঙে গিয়েই তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ মনে করছে, ওই ব্যক্তির বয়স কাছাকাছি। সম্প্রতি মিসিং ডায়েরিগুলো থেকে ওই মৃতদেহের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে নেতাজি নগর থানার পুলিশ জানিয়েছে।