উল্টোডাঙার দু’টি ব্রিজের মাঝে ঝুলছে দেহ, নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন!

উল্টোডাঙার দু’টি ব্রিজের মাঝে ঝুলছে দেহ, নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন!

কলকাতা: দুটো ব্রিজের মাঝে আটকে মহিলার মৃত দেহ। আজ স্থানীয়দের নজরে আসলে মানিকতলা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে সন্ধে পর্যন্ত মহিলার নাম পরিচয় কিছু জানা যায়নি। ঘটনা উল্টোডাঙ্গা ফ্লাই ওভারের। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷

আজ দুপুরে উল্টোডাঙ্গা ফ্লাইওভারের দুটি ব্রিজের মাঝে এক মহিলার ঝুলন্ত অবস্থায় পা দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। দুটি ব্রিজের মাঝে আটকে ছিল ওই মহিলার দেহ। খবর দেওয়া হয় মানিকতলা থানায়। পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে নিয়ে যায়। ওই মহিলার দেহ ওখানে কি ভাবে এল সেই নিয়ে ধন্দে পুলিশ। কেউ কি ওখানে মেরে ফেলে গেছে না এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

ঘটনার জেরে উঠে আসছে একাধিক প্রশ্নও৷ কারণ, কলকাতার অন্যতম বড় ট্রাফিক মোড় হল উল্টোডাঙা৷ এখানে সবসময় পর্যাপ্ত ট্রাফিক পুলিশ থাকেন৷ জনবহুল এই রাস্তায় সবসময়ই মানুষের আসা-যাওয়া লেগে থাকে৷ কারণ, অদূরেউ বিধাননগর স্টেশন৷ স্বাভাবিকভাবে সকলের নজর এড়িয়ে খুন বা আত্মহত্যা যাই হোক না কেন, কিভাবে ঘটল সেই প্রশ্নটাই সামনে উঠে আসছে৷ ঘটনার রহস্য উদঘাটনে সিসিটিভি ফুটেজের ওপরে নজর রাখছে পুলিশ৷ পুলিশের এক কর্তা বলেন, বিষয়টি নিঃসন্দেহে পুলিশি ব্যর্থতা৷ তদন্তে সবদিকই খতিয়ে দেখা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *