শরীর বিলিয়েও মেলেনি টাকা, খদ্দের হাতে প্রাণ গেল যৌনকর্মীর

চুঁচুড়া: টাকাপয়সা নিয়ে বিবাদের জেরেই বৃহস্পতিবার রাতে বালিশ চাপা দিয়ে মায়াকে (৪৫) খুন করেছে তার প্রেমিক মহম্মদ শাহিল। শ্রীরামপুর থানার পুলিস ঘটনার তদন্তে নেমে শাহিলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে এমনটাই জানতে পেরেছে। রাতে ঘটনার কথা জানাজানি হতেই শেওড়াফুলির গড়বাগান এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কী কারণে এবং কীভাবে মায়াকে খুন করা হয়েছে তার সঙ্গে আর

শরীর বিলিয়েও মেলেনি টাকা, খদ্দের হাতে প্রাণ গেল যৌনকর্মীর

চুঁচুড়া: টাকাপয়সা নিয়ে বিবাদের জেরেই বৃহস্পতিবার রাতে বালিশ চাপা দিয়ে  মায়াকে (৪৫) খুন করেছে তার প্রেমিক মহম্মদ শাহিল। শ্রীরামপুর থানার পুলিস ঘটনার তদন্তে নেমে শাহিলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে এমনটাই জানতে পেরেছে।

রাতে ঘটনার কথা জানাজানি হতেই শেওড়াফুলির গড়বাগান এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কী কারণে এবং কীভাবে মায়াকে খুন করা হয়েছে তার সঙ্গে আর কেউ ছিল কি না সে সম্পর্কে নিশ্চিত হতে পুলিস অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে। শুক্রবার মহম্মদ শাহিলকে আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে পাঁচ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মায়া আগে সোনাগাছির যৌনপল্লিতে থাকলেও কয়েক মাস ধরে সে শেওড়াফুলিতে গড়বাগানের আস্তানায় এসে থাকছিল। পুলিস জানিয়েছে, গ্রেপ্তারের পর শাহিল বলেছে, বছর আড়াই ধরে সে মায়াকে নিয়ে সোনাগাছিতে থাকছিল। ওই সময়ে মায়ার কাছে সে তার রোজগারের টাকা গচ্ছিত রেখেছিল। কিন্তু কয়েক মাস আগে মায়া তাকে কিছু না জানিয়েই এখানে চলে আসে। তারপর এখানেও শাহিল যাতায়াত করছিল। ওই টাকা নিয়ে কয়েকদিন ধরেই মায়ার সঙ্গে তার অশান্তি চলছিল। বৃহস্পতিবার সে গচ্ছিত রাখা টাকা ফেরত চাইলে মায়া তা দিতে অস্বীকার করে। তখনই উত্তেজনার বশে মায়াকে মারধর করার পাশাপাশি মুখে বালিশ চাপা দিয়ে খুন করে চম্পট দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + thirteen =