×

হাজিরা এড়ালেন পর্ষদ সভাপতি, প্রার্থীকে হেনস্থার অভিযোগ ভিত্তিহীন বলছে বোর্ড 

 
High Court is displeased with state govt. রাজ্যকে ভর্তসনা হাইকোর্টের।

কলকাতা: আজ থেকেই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আর এদিনই কলকাতা হাইকোর্ট তলব করেছিল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামনুজ গঙ্গোপাধ্যায়কে। আদালতের আগের এক নির্দেশ না মানায় তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে ডেকে পাঠানো হয়। বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চের নির্দেশে তাঁকে হাজিরা দিতে হত। কিন্তু সুকৌশলে আদালতের হাজিরা এড়িয়ে গিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। মামলার নির্দেশের কপি দেওয়া হয়নি বলে আদালতে জানান মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী। জানা গিয়েছে, আগামী ১৬ মার্চ মামলার পরবর্তী শুনানি। ওই দিনই আদালত অবমাননা মামলার শুনানি হবে।

নিয়োগ সংক্রান্ত ইস্যুতে এক প্রার্থীকে হেনস্থার অভিযোগ উঠেছে। জানা যায়, দীর্ঘ দিন ধরে চাকরি পাননি পূর্ব মেদিনীপুরের এক চাকরিপ্রার্থী। উল্টে তাঁকে নানাভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠেছে পর্ষদের বিরুদ্ধে। এদিন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আদালতে হাজির না হলেও ওই প্রার্থীর নিয়োগের প্রাথমিক নথি আদালতে জমা দিয়েছে বোর্ড। যা দেখে আদালতের স্পষ্ট অভিমত, নিয়োগপত্র এখনও দেওয়া হয়নি। 

অন্যদিকে, বোর্ডের আইনজীবী দাবি করেন, প্রার্থীকে বোর্ডের অফিসে হেনস্থার অভিযোগ ভিত্তিহীন। এমন কোনও কথা কেউ বলেনি। মন গড়া অভিযোগ করা হচ্ছে। যা শুনে বিচারপতির মন্তব্য, যে অভিযোগ করা হয়েছে সেটা ঠিক কি ভুল আদালত জানে। ওখানে কী হয়, সেটা এখন 'ওপেন সিক্রেট'। তাই হেনস্থার অভিযোগ আদালত গ্রহণ করেছে। একই সঙ্গে নির্দেশ,  আগামীকালের মধ্যে প্রার্থী গিয়ে বোর্ড থেকে নিয়োগ পত্র গ্রহণ করবেন। 

From around the web

Education

Headlines