‘খেলা দিবসের নামে গ্রেট ক্যালকাটা কিলিংসকে মান্যতা’, অভিযোগ বিজেপি নেতার

‘খেলা দিবসের নামে গ্রেট ক্যালকাটা কিলিংসকে মান্যতা’, অভিযোগ বিজেপি নেতার

 

বাঁকুড়া: ‘খেলা দিবসের নামে ১৯৪৬ সালে ১৬ অগস্ট ঘটে যাওয়া গ্রেট ক্যালকাটা কিলিংসকে মান্যতা দিচ্ছে রাজ্য’, এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়৷ সোমবার বাঁকুড়ার বিষ্ণুপুরে দলের তরফে ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই অভিযোগ করেন।

রাজুর দাবি, ‘‘গ্রেট ক্যালকাটা কিলিংসের সঙ্গে খেলা হবে মিলিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে চাইছেন? সেদিন সংগঠিতভাবে গণহত্যা হয়েছিল। সেদিনের খেলার সঙ্গে আজকের খেলা মিলে যাচ্ছে।’’ এরপরই তিনি দাবি করেন, ‘‘রাজ্যের মানুষের কাছে আবেদন রাখব, গ্রেট ক্যালকাটা কিলিংসের সঙ্গে খেলা দিবস কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ১৬ অগস্ট দিনটিকে মান্যতা দেওয়া মানে আদতে হিংসাকেই মদত দিচ্ছে রাজ্য৷’’

এদিন রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ‘পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস’ উপলক্ষ্যে বিষ্ণুপুর শহরে মিছিল শুরু করলে রবীন্দ্র স্ট্যাচুর সামনে বিশাল পুলিশ বাহিনী তাদের পথ আটকায়। উপস্থিত পুলিশ কর্মীদের সঙ্গে তাদের সামান্য ধ্বস্তাধ্বস্তিও হয়। পুলিশের অতি সক্রিয়তা নিয়েও তীব্র কটাক্ষ করেছেন রাজু৷ তিনি বলেন, ‘‘আমরা অনুমতি নিইনি বলে আমাদের আটকানো হল। অথচ খেলা হবে-হবে বলে যে ডি জে বাজছে, পিকনিক হচ্ছে তার অনুমতিপত্র দেখিনোর কথা বলুক। বিরোধীরা কোন কর্মসূচী নিলে তা করতে পারে না। অথচ কোভিড বিধি না মেনেই শাসক দল দেদার কর্মসূচী করতে পারে৷ এটাই তৃণমূলের আইন৷’’

তৃণমূলের ত্রিপুরা দখলের স্বপ্নকে ব্যাঙ্গ করে বিজেপি নেতার কটাক্ষ, ‘‘নিজেদের রাজ্যে ‘গণতন্ত্র নেই, অন্য রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা’র দিবাস্বপ্ন দেখছে!’’ এদিনের এই কর্মসূচিতে রাজু বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজিত অগস্থি, কোতুলপুরের বিধায়ক হরকালি প্রতিহার, ওন্দার বিধায়ক অমর নাথ শাখা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =