কলকাতা: স্কুলে পরিকাঠামো ও বেতন বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে রাজ্যের কয়েক হাজার প্রাথমিক শিক্ষক৷ শিক্ষার হাল ফেরাতে ও শিক্ষকদের বেতন বঞ্চনার অবসান ঘটাতে এবার মাঠে নামছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ ভারতীয় জনতা পার্টির শিক্ষক সেলের নেতৃত্বে বড়সড় আন্দোলনের ডাক দেওয়া হয়েছে৷ ঠিক কোন কোন দাবির ভিত্তিতে আন্দোলনে নামছে বিজেপি?
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গিয়েছে, অবিলম্বে প্রাথমিক শিক্ষকদের PRT স্কেল প্রদান ও অন্যান্য সকল শিক্ষক ও রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে বেতন প্রদান করতে হবে৷ দ্বিতীয়ত, বকেয়া মহার্ঘ ভাতা-সহ পে-কমিশন প্রকাশ করে ১.১.২০১৬ থেকে কার্যকরী করা৷ তৃতীয়ত, পার্শ্বশিক্ষক, MSK ও SSK, ভোকেশনাল, শিক্ষাবন্ধু ও অন্যান্য সহায়ক শিক্ষকদের কেন্দ্রীয় সমগ্র শিক্ষা অভিযান প্রস্তাবিত বেতন রাজ্যকে মানতে হবে। চতুর্থত, রাজ্যের প্রায় চার লক্ষাধিক শূন্যপদে দ্রুত নিয়োগ করতে হবে। পঞ্চমত, SSC-র মাধ্যমে নিয়োজিত উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক হবু শিক্ষকদের অবিলম্বে নিয়োগপত্র দেওয়ার দাবিতে আগামী ৬ জানুয়ারি রবিবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে৷
var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে কলকাতায় মহম্মদ আলি পার্ক হইতে ধর্মতলার ওয়াইচ্যানেল পর্যন্ত বিজেপি শিক্ষক সেলের মহামিছিলের ডাক দেওয়া হয়েছে৷ বিজেপি শিক্ষক সেলের রাজ্য কনভেনার দীপল বিশ্বাস জানান, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও এই মহা মিছিলে উপস্থিত থাকবেন বিজেপি রাজ্য সহ-সভাপতি সুভাষ সরকার এবং বিজেপির কেন্দ্রীয় ও রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্ববৃন্দ। দীপল বাবু বলেন, ‘‘ভারতবর্ষের অন্যান্য সমস্ত রাজ্যে পে-কমিশন চালু হয়ে গিয়েছে৷ অন্য রাজ্যের শিক্ষকরা কেন্দ্রীয় হারে বেতন পাচ্ছেন৷ ব্যতিক্রম শুধুমাত্র তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গ। তাই এই বঞ্চনার অবসান ঘটাতে আগামী ৬ জানুয়ারি বিজেপি শিক্ষক সেলের মহামিছিল ও ধর্ণা অবস্থানে রাজ্যের সমস্ত শিক্ষক, রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষার সঙ্গে যুক্ত সমস্ত ধরনের শিক্ষা সহায়ক এবং হবু শিক্ষকদের দলমত নির্বিশেষে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি।’’ বিজেপি শিক্ষক সেলের প্রাথমিক শাখার রাজ্য কো-ইনচার্জ সব্যসাচী ঘোষ জানান, প্রাথমিক শিক্ষকদের PRT স্কেলের দাবিতে বিজেপি শিক্ষক সেল সবসময় প্রাথমিক শিক্ষকদের পাশে আছে৷
কয়েকদিন আগেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে প্রাথমিক শিক্ষকদের PRT স্কেলের দাবিতে মিছিল সংগঠিত হয়েছিল৷ রাজ্যপালকেও স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল৷ PRT আন্দোলনকে জোরদার করতে আগামী ৬ জানুয়ারির মহামিছিলে দলমত নির্বিশেষে সকল প্রাথমিক শিক্ষকদের যোগদান করার আহ্বান জানান তিনি৷