কলকাতা: বিরোধী রাজনৈতিক দলগুলি ভোটের প্রচারে শাসক দলের সমান সুযোগ সুবিধা পাচ্ছে না বলে অভিযোগ তুলল বিজেপি৷ রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত ও নেতা শিশির বাজোড়িয়া আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে এই অভিযোগ জানান৷
কমিশনে অভিযোগ জানানোর পর স্বপন দাশগুপ্ত সাংবাদিকদের বলেন, শাসক দলের ব্যানার, হোর্ডিং, পতাকা বিভিন্ন জায়গায় থাকলেও বিরোধী দলের ব্যানার রাখতে দেওয়া হচ্ছে না, পতাকা খুলে দেওয়া হচ্ছে৷ বিজেপি নেতা শিশির বাজোরিয়া সাংবাদিকদের বলেন, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে পেট্রোল পাম্প সহ বিভিন্ন স্থান থেকে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে দেওয়া হলেও মুখ্যমন্ত্রীর ছবি এখনও বিভিন্ন জায়গায় রয়েছে৷ সেই ছবি অবিলম্বে সরিয়ে দেওয়ারও দাবি জানান তাঁরা৷
গত রবিবার দলের ব্রিগেড সমাবেশের পর ১ ঘণ্টার মধ্যে ফেস্টুন, কাটআউট, ব্যানার তুলে নেওয়া হলেও শাসক দলের ক্ষেত্রে সেই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ বিজেপির৷ এদিকে, পুলিশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের মাধ্যমে পুলিশ কর্মীদের পোস্টাল ব্যালটের আবেদন পত্র একজায়গায় করে তৃণমূল কংগ্রেস ছাপ্পা মেরে ভোট ছিনতাই এর চেষ্টা করছে এই অভিযোগ জানিয়ে এই দুই বিজেপি নেতা৷ এই বিষয়ে কমিশনের হস্তক্ষেপ দাবি করেন দুই গেরুয়া নেতা৷