অমিত শাহের হেলিকপ্টার নিয়ে ফের বিপাকে বঙ্গ বিজেপি

কলকাতা: ২৪ ঘণ্টার আগেও কাটল না বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভার জট৷ নতুন করে সভা বিভ্রাটের কবলে বিজেপি৷ জমির মালিকদের আপত্তির জেরে সভার ২৪ ঘণ্টা আগেও অমিতের হেলিকপ্টার নামা নিয়ে জটিলতা তৈরি হয়েছে৷ ইচ্ছা করেই পূর্বমেদিনীপুর প্রশাসন হেলেকম্পট নামার অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ তোলে বিজেপি৷ জমির মালিকদের আপত্তি থাকায় অমিতের হেলিকপ্টার নামার অনুমতি

অমিত শাহের হেলিকপ্টার নিয়ে ফের বিপাকে বঙ্গ বিজেপি

কলকাতা: ২৪ ঘণ্টার আগেও কাটল না বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভার জট৷ নতুন করে সভা বিভ্রাটের কবলে বিজেপি৷ জমির মালিকদের আপত্তির জেরে সভার ২৪ ঘণ্টা আগেও অমিতের হেলিকপ্টার নামা নিয়ে জটিলতা তৈরি হয়েছে৷ ইচ্ছা করেই পূর্বমেদিনীপুর প্রশাসন হেলেকম্পট নামার অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ তোলে বিজেপি৷ জমির মালিকদের আপত্তি থাকায় অমিতের হেলিকপ্টার নামার অনুমতি দেওয়া সম্ভব নয় বলেও এদিন জেলা প্রশাসনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়৷

ফলে, মালদহের মতো এবার কাঁথিতেও সভা ঘিরে জটিলতা তৈরি হয়েছে৷ মঙ্গলবার কাঁথিতে রাজনৈতিক সমাবেশ করার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের৷ কিন্ত, সভা শুরুর আগে অনুমতি সংক্রান্ত জটিলতা তৈরি হওয়ায় বেশ বিপাকে বঙ্গ বিজেপি নেতৃত্ব৷

গত ২২ তারিখ মালদহে বিজেপির প্রচারে এসেছিলেন তিনি৷ কিন্তু শারীরিক অসুস্থতার জেরে ২৩ এবং ২৪ জানুয়ারি তাঁর প্রস্তাবিত সফর বাতিল করেছিলেন? অন্যদিকে, আগামী ৩ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ ওইদিনই জঙ্গলমহলের দুই জেলা পুরুলিয়া ও বাঁকুড়ায় সভা করবেন তিনি৷ ৫ ফেব্রুয়ারি ফের তিনি উত্তরবঙ্গ সফরে যাবেন৷ ওইদিন রায়গঞ্জ ও বালুরঘাটে জোড়া সভায় হাজির থাকবেন তিনি৷

অমিতের সভা ঘিরে জটিলতা তৈরি হওয়ার পাশাপাশি মোদির সভা নিয়েও বেশ বিপাকে পড়তে হয়েছে বিজেপিকে৷ ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আগামী ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার জন্য মাঠ পরিবর্তন করা হয়েছে৷ ঠিক হয়েছে ঠাকুরবাড়ি মন্দিরের মাঠের পরিবর্তে হেলিপ্যাড সংলগ্ন স্কুলের মাঠে প্রধানমন্ত্রীর সভা হবে৷ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হেলিপ্যাড তৈরি করা হবে৷ প্রথমে ঠিক ছিল ঠাকুরবাড়ি লাগোয়া মাঠে যেখানে বারুনি মেলা হয়, সেখানেই হবে প্রধানমন্ত্রীর সভা৷ কিন্তু ঠাকুরবাড়ির বড় বউ, তৃণমূল এমপি মমতাবালা ঠাকুর মাঠটি আগাম বুক করায় প্রধানমন্ত্রীর সভা সরাতে হল বলে সূত্রের খবর৷ মমতাবালা আজ, সোমবার থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত হরিনাম সংকীর্তনের জন্য মাঠটি বুক করেন৷ ফলে, বাতিল করতে হয় সভার স্থান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =