জেলার মাটিতে অভিষেক পা রাখতেই কমিশনের ছুটল বিজেপি

জেলার মাটিতে অভিষেক পা রাখতেই কমিশনের ছুটল বিজেপি

812d4b9b08fdb55aa1f1545c3bec2538

কৃষ্ণনগর: শান্তিপুরের উপনির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেই দাবি নিয়ে মঙ্গলবার ইলেকশন কমিশনের দ্বারস্থ হলেন বিজেপির জেলা নেতৃত্বরা৷ বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে, উপনির্বাচনে ভয় দেখিয়ে ভোট অধিগ্রহণের চক্রান্ত করছে তৃণমূল। অভিযোগ, তৃণমূল কংগ্রেস বাইরে থেকে দুষ্কৃতী মোতায়েন করছে শান্তিপুরে। সেই দিকে নজর রাখার জন্য এদিন ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণের জন্যই আজ ইলেকশন কমিশনারের নিকট স্মারকলিপি জমা দিলেন বিজেপির জেলা প্রতিনিধি দল।

আজ কৃষ্ণনগর সার্কিট হাউসে ইলেকশন কমিশনারের সঙ্গে দেখা করেন চার প্রতিনিধি দল। তাঁরা কমিশনের জেলা আধিকারিকদের মনে করিয়ে দেন যে, বিগত নির্বাচনে অশান্তির প্রভাব পড়েছিল শান্তিপুরে। একাধিক পরিবার সন্তানহারা হয়েছিলেন। সেই প্রভাব যেন এই উপনির্বাচনে না পড়ে৷ তার জন্যই আগে থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে৷

এদিনই জেলা সফরে নির্বাচনী কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তারপরই বিজেপি শিবিরের তরফে কমিশনে যাওয়া এবং শাসকদলের বিরুদ্ধে ভোটকে প্রহসনে পরিণত করার চেষ্টার অভিযোগের মধ্যে বিশেষ তাৎপর্য দেখতে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷ তাঁদের মতে, উপ নির্বাচনের ফলাফল সাধারণত শাসকের অনুকুলেই যায়৷ কিন্তু শান্তিপুর আসনটি অন্য জায়গাগুলোর চেয়ে আলাদা হয়ে উঠেছে৷ কারণ, এই আসনটি একদিকে যেমন শাসকের কাছে জমি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ তেমনই গেরুয়া শিবিরের কাছে জমি ধরে রাখার লড়াই হয়ে দাঁড়িয়েছে৷ তারই জেরে এবারের উপ নির্বাচনে শাসক-বিরোধী দু’তরফই বাড়তি গুরুত্ব দিচ্ছে নদিয়ার এই আসনটিতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *