বিজেপি নেতার বাড়ির কার্নিশে মারণ-বোমা! প্রাণ সংশয়ে পরিবার

বিজেপি নেতার বাড়ির কার্নিশে মারণ-বোমা! প্রাণ সংশয়ে পরিবার

b414971ff7be6b0e3f7d4322a7411c80

কল্যাণী: শনিবার সকাল থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে পঞ্চম দফার নির্বাচন। ছয় জেলার ৪৫টি আসনে শুরু হয়েছে ভোটের লড়াই। সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে বিভিন্ন কেন্দ্র। নদিয়ার কল্যাণীতে এবার বোমা পড়ল সরাসরি বিজেপির বুথ সভাপতি মঙ্গল ঘড়ামির বাড়িতে। গতকাল মধ্যরাতে তার বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় বোমা। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন বাড়ির সদস্য থেকে শুরু করে এলাকার অধিবাসীরাও। অভিযোগের নিশানায় তৃণমূলের ‘হার্মাদবাহিনী’।

শনিবার সকাল থেকে কোচবিহার, দর্জিলিং, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও কালিম্পং; এই ছয় জেলার ৪৫টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ইতিমধ্যেই হিংসার খবর উঠে এসেছে বিভিন্ন কেন্দ্র থেকে। কল্যাণী বিধানসভা কেন্দ্রের সগুনা লিচুতলা এলাকার ৬৪ নম্বর বুথের বুথ সভাপতির বাড়িতে যেরকম পড়েছে বোমা। ভীতসন্ত্রস্থ পরিবারের সদস্যরা জানিয়েছেন, “গতকাল মধ্যরাতে ১২-১২.৩০ সময় সকলে যখন ঘুমন্ত অবস্থায় ছিল তখন আমাদের বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় বোমা। সেই বোমার একটি ফেটে ধসে পড়েছে বাড়ির একটি কার্নিশ। অন্যটি এখনও ফাটেনি।” সকাল থেকে স্থানীয় থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কুইক রেসপন্স টিম এসে এলাকা টহল দিয়ে গেলেও এখনও পর্যন্ত আসেনি বম্ব স্কোয়াড। সেজন্য এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি বাড়ির কার্নিশে পড়ে থাকা না ফাটা বোমাটি।

এখনও বাড়ির ইতিউতি ছড়িয়ে রয়েছে বোমার অংশ। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বিজেপি বুথ সভাপতি জানিয়েছেন, “একটা বোমা ফেটে কার্নিশ চুরমার হয়ে গেলেও অন্যটা এখনও ফাটেনি। আমরা খুবই আতঙ্কিত অবস্থায় রয়েছি। সারারাত ঘুম হয়নি। তৃণমূল হার্মাদবাহিনী কাল মাঝরাতে এই বোমা মেরেছে। আমি বিজেপি করি, এটাই আমার অপরাধ। এখানে বিজেপি করা যাবে না, সবাইকে তৃণমূল করতে হবে। বিজেপি করলেই নেমে আসবে মৃত্যু।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *