কলকাতা: রাজ্যে গণতন্ত্র বাঁচাও যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল বিজেপি। সূত্রের খবর, বিজেপি-র তাড়াতাড়ি শুনানির আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। ২ জানুয়ারি আদালতে খুলবে। ৩ তারিখ যেসব মামলার শুনানি হবে, তার তালিকা হয়ে গিয়েছে। এর পর বিষয়টি নিয়ে শুনানি হবে| সোমবার আদালতে বিজেপির তরফে যে সব কারণে তাড়াতাড়ি শুনানির আবেদন করা হয়েছিল, তা মানেনি আদালত। নতুন বছরে আদালত খোলার পরই শুনানির সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। আপাতত ৪ জানুয়ারির আগে কোনও শুনানি সম্ভব নয় বলেই সূত্রের খবর। গনতন্ত্র বাঁচাও যাত্রা নিয়ে প্রথমে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ে সন্তুষ্ট না হয়ে, ডিভিশন বেঞ্চে যায় বিজেপি। রায়ের বিরুদ্ধে ফের সিঙ্গল বেঞ্চে আবেদন করে সরকার। সেখানে রাজ্যে রথযাত্রার অনুমতি দেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। সেই রায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন করে সরকার। প্রধান বিচারপতি সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে তা ফের পাঠিয়ে দেন সিঙ্গল বেঞ্চে। সুপ্রিম কোর্টে আবেদনের বিষয়টি নিয়ে শনিবারই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি। বাংলার দিলীপ ঘোষদের পাশে যে কেন্দ্রের অমিত শাহরা রয়েছেন তা ফের বুঝিয়ে দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সোমবার দলের তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়।বিজেপির অভিযোগ রাজ্যে তৃণমূল শাসনে গণতন্ত্র বিপন্ন। এর বিরুদ্ধে জনমত সংগঠিত করতেই রাজ্যের তিন জায়গা থেকে গণতন্ত্র বাঁচাও যাত্রা করতে চায় বিজেপি।
সুপ্রিম কোর্টেও রথ মামলায় ধাক্কা খেল বিজেপি
কলকাতা: রাজ্যে গণতন্ত্র বাঁচাও যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল বিজেপি। সূত্রের খবর, বিজেপি-র তাড়াতাড়ি শুনানির আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। ২ জানুয়ারি আদালতে খুলবে। ৩ তারিখ যেসব মামলার শুনানি হবে, তার তালিকা হয়ে গিয়েছে। এর পর বিষয়টি নিয়ে শুনানি হবে| সোমবার আদালতে বিজেপির তরফে যে সব কারণে তাড়াতাড়ি শুনানির আবেদন করা হয়েছিল, তা