কলকাতা: অমিত শাহের পর এবার প্রস্তাবিত বঙ্গ সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৬ ডিসেম্বর শিলিগুড়িতে সভা করার কথা ছিল তাঁর। সূত্রের খবর, রাজ্য বিজেপিকে সোমবার সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ওই দিন প্রধানমন্ত্রী আসছেন না। রাজ্যজুড়ে রথযাত্রা উপলক্ষে প্রধানমন্ত্রীকে একাধিকবার বাংলায় এনে লোকসভা ভোটের আগে কর্মী-সমর্থকদের চাঙ্গা করার পরিকল্পনা ছিল গেরুয়া শিবিরের। কিন্তু রথযাত্রা নিয়ে কলকাতা আদালতের সিঙ্গল বেঞ্চের রায়ে রীতিমতো কোণঠাসা হয়ে পড়ে রাজ্য বিজেপি। ফলস্বরূপ গত ৭ ডিসেম্বর কোচবিহার থেকে রথযাত্রা কর্মসূচি বন্ধ হয়ে যায়। যার জেরে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ নিজের উত্তরবঙ্গ সফর বাতিল করেন। রাজ্য বিজেপির তরফে রথযাত্রার যে ছক তৈরি করা হয়েছিল, তাতে আগামী রবিবার ১৬ ডিসেম্বর শিলিগুড়িতে তাঁর জনসভা করার কথা ছিল। এবার তাও বাতিল হওয়ায় রীতিমতো মুষড়ে পড়েছে বিজেপির শীর্ষ রাজ্য নেতৃত্ব। দলের এক কেন্দ্রীয় নেতার কথায়, ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী রাজ্য আসছেন না। কলকাতা আদালতের ডিভিশন বেঞ্চের রায় আমাদের পক্ষে গেলে কিংবা আর কোনও আইনি বাধা না থাকলে খুব সম্ভবত ২৪ ডিসেম্বর নরেন্দ্র মোদিকে নিয়ে আসার চেষ্টা করা হবে।
প্রধানমন্ত্রী মোদির সভাও বাতিল করল বিজেপি
কলকাতা: অমিত শাহের পর এবার প্রস্তাবিত বঙ্গ সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৬ ডিসেম্বর শিলিগুড়িতে সভা করার কথা ছিল তাঁর। সূত্রের খবর, রাজ্য বিজেপিকে সোমবার সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ওই দিন প্রধানমন্ত্রী আসছেন না। রাজ্যজুড়ে রথযাত্রা উপলক্ষে প্রধানমন্ত্রীকে একাধিকবার বাংলায় এনে লোকসভা ভোটের আগে কর্মী-সমর্থকদের চাঙ্গা করার পরিকল্পনা ছিল গেরুয়া শিবিরের। কিন্তু রথযাত্রা