রাতদুপুরে বিজেপি কর্মীকে বাড়ি থেকে তুলে জঙ্গলে ফের মারধর

রাতদুপুরে বিজেপি কর্মীকে বাড়ি থেকে তুলে জঙ্গলে ফের মারধর

f9ab730eb13fc1cfcaf72c85cfd51583

 

ভগবানপুর: আবারও ভগবানপুর। আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। সন্ধ্যা নামলেই আতঙ্কের মধ্যে দিন গুণতে হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার বিজেপি কর্মী সমর্থকদের। এমনটা বিজেপি নেত্বয়ের দাবি। রাতের অন্ধকারে বিজেপি কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিমবাড় গ্রামে। রক্তাক্ত জখম বিজেপি কর্মীকে উদ্ধার করে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের তির উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্বরা। বিষয়টি শনিবার সকালে জানাজানি হতেই ভগবানপুরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বিজেপির অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলার  ভগবানপুর বিধানসভার মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতে পশ্চিমবাড় সঞ্জয় রাউত নামে এক যুবক বিজেপি সক্রিয় কর্মী ছিল। শুক্রবার গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সঞ্জয় রাউৎ বাড়িতে হাজির হয়। তাকে জোর করে তুলে নিয়ে আসে  বলে অভিযোগ। এরপর বেধড়ক মারধর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অচৈতন্য অবস্থায় বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গলে ফেলে দিয়ে যায় দুষ্কৃতকারীরা। ঘটনার জানাজানি হতেই রাতেই বিজেপি কর্মীর বাড়িতে হাজির হয় এলাকার বিজেপি নেতৃত্বরা। খবর দেওয়া হয় ভগবানপুর থানার পুলিশকে। বাড়ি থেকে কিছুটা দুরে জঞ্জল থেকে সঞ্জয় রাউৎকে  উদ্ধার করে ভগবানপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করে। আশঙ্কাজনক অবস্থায় বিজেপি কর্মী সঞ্জয় রাউৎ হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি বিজেপি কর্মীর বাড়িতে থাকা টোটো ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

ভগবানপুরে বিজেপি নেতা দেবব্রত কর বলেন ” ভগবানপুর বিধানসভায় বিজেপির জয় কোন মতেই মেনে নিতে পারেনি তৃণমূলরা। তাই রাতের অন্ধকারে বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা চালাচ্ছে। ভগবানপুর এক ব্লকের তৃণমূল ব্লক নেতা অভিজিৎ দাসের মদতে এরকম ঘটনা ঘটছে। পুলিশকে বিষয়টি জানিয়েছি।’’ দোষীদের গ্রেফতার না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন ” যদিও অভিযোগ অস্বীকার করে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর মামুদ হোসেন বলেন, ” এই ঘটনার সঙ্গে তাদের দলের কোনো কর্মী যুক্ত নয়। ভগবানপুর বিধানসভায় বিজেপি জয়লাভের পরই তাদের গোষ্ঠী কোন্দল বেড়ে গিয়েছে। তার কারণে এমন ঘটনা। প্রচারে আসার জন্যই এই নাটক করছে৷’’  পুলিশ অবশ্য জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *