বড় স্বস্তির খবর শোনাল আবহাওয়া দপ্তর

কলকাতা: ঝড়-বৃষ্টি না হলেও আকাশ আংশিক মেঘলা থাকার জন্য কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা কিছুটা কমেছে। এতে গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র, এমনকী পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করেছে। কয়েকদিন আগে পশ্চিমাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা

545b769c873d8dd6b95425667f39698c

বড় স্বস্তির খবর শোনাল আবহাওয়া দপ্তর

কলকাতা: ঝড়-বৃষ্টি না হলেও আকাশ আংশিক মেঘলা থাকার জন্য কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা কিছুটা কমেছে। এতে গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র, এমনকী পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করেছে। কয়েকদিন আগে পশ্চিমাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছিল। এবার গরমকালে এখনও পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোথাও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়নি। প্রায়শই ঝড়-বৃষ্টির জন্য তাপমাত্রা এখনও খুব বেশি বাড়তে পারেনি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

গত কয়েকদিন ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকলেও তা হয়নি। গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগর থেকে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বেশি পরিমাণে ঢুকছিল। দক্ষিণবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ডের উপরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়। এর থেকে বজ্রমেঘ হয়ে ঝড়-বৃষ্টি হতে পারে বলে মনে করেছিলেন আবহাওয়াবিদরা। কিন্তু মেদিনীপুর–ঝাড়গ্রাম এলাকায় বজ্রমেঘ তৈরি হওয়া ছাড়া শেষ পর্যন্ত বিশেষ কিছু হয়নি। ওই এলাকা থেকে কিছু হালকা মেঘ কলকাতা লাগোয়া এলাকার দিকে এলেও তা বিশেষ শক্তিশালী ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *