রেশন বিতর্কে বড় ঘোষণা রাজ্যের, সুবিধা পাবেন বহু মানুষ

রেশন বিতর্কে বড় ঘোষণা রাজ্যের, সুবিধা পাবেন বহু মানুষ

কলকাতা: রাজ্য সরকারের রেশন বিলি  নিয়ে  অভিযোগের অন্ত নেই। এর মধ্যেই বিতর্কে লাগাম টানতে এবার পুরনো রেশন কার্ডধারীদেরও বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। এতদিন রাজ্য সরকারের নীতি অনুযায়ী শুধুমাত্র ডিজিটাল রেশন কার্ড আছে এমন ব্যক্তিদেরই বিনামূল্যে চাল গম দেওয়া হচ্ছিল।তবে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাদের কাছে পুরনো রেশন কার্ড আছে অথবা নতুন কার্ডের জন্য আবেদন করে এখনও তা হাতে পাননি তাদেরও বিনামূল্যে মাসে পাঁচ কেচি করে চাল দেওয়া হবে । একই সঙ্গে যাদের কোন রকম রেশন কার্ড নেই বর্তমান পরিস্থিতিতে তাদেরও বিনামূল্যে চাল দেওয়া হবে কুপনের বিনিময়ে   

রাজ্য খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এখন রাজ্যের রেশন দোকানগুলিতে মূলত অন্তোদ্যয় অন্ন যোজনা, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা, পিএইচএইচ ও এসপিএইচএইএচ কার্ড হোল্ডারদের রেশন দেওয়া হয়। এরা প্রত্যেকেই মাসে কার্ড পিছু ৫ কেজি করে চাল পান। এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন যাদের ডিজিটাল রেশন কার্ড নেই। এই তালিকায় ছিলেন যারা যারা ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করার সুযোগ পাননি বা আবেদন করেও কোনও কারনে সেই কার্ড হাতে পাননি। ছিলেন তাঁরাও যাঁদের রেশন কার্ডই নেই বা থাকলেও তা ল্যাপস হয়ে পড়ে আছে। এদের অনেকেই এই লকডাউনের মধ্যে কাজকর্ম হারিয়ে বিপাকে পড়ে গিয়েছেন। এরা মূলত প্রায় সকলেই নিম্ন মধ্যবিত্ত। আর কে চাল পাবেন আর কোন কার্ডের লোকেরা পাবেন তা নিয়েই রাজ্যে নানা প্রান্তে রেশন দোকান গুলিতে ঝামেলা হচ্ছিল।

সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যাদের ডিজিটাল রেশনকার্ড নেই তাঁদের আর যাদের পুরাতন রেশন কার্ড আছে তাঁদেরও কার্ড পিছু মাসে ৫ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হবে। এই বিষয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, ‘যাঁদের পুরোনো রেশন কার্ড আছে, তাঁদের বিশেষ কুপনের মাধ্যমে চাল দেওয়ার ব্যবস্থা করছে সরকার। সেই জন্য একটি অ্যাপ চালু করা হচ্ছে। ওই অ্যাপের মাধ্যমে জেলাশাসকের কাছে কুপনের জন্য আবেদন করা যাবে। আর যাঁদের কোনও রেশন কার্ডই নেই, তাঁরা গ্রামের ক্ষেত্রে ব্লক অফিস ও পুরসভা বা পুরনিগম এলাকার ক্ষেত্রে বোরো অফিসে আবেদন করে কুপন নিতে পারবেন।’ মনে করা হচ্ছে সোমবারই এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা বার করে দেবে নবান্ন।

তবে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগে শনিবারও রাজ্যের একাধিক জায়গায় রেশন দোকানে বিক্ষোভের খবর মিলেছে। এ দিন দুপুরে শিলিগুড়ি মহকুমার বিধাননগরে পুরোনো কার্ডে রেশন না-মেলায় দোকানে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ডিজিটালকার্ডের জন্য তাঁরা বহু দিন আগেই আবেদন করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 14 =