সংক্রমণ বাড়লেও লকডাউন বাড়ানোর কোনও পরিকল্পনা নেই, ঘোষণা মুখ্যসচিবের

সংক্রমণ বাড়লেও লকডাউন বাড়ানোর কোনও পরিকল্পনা নেই, ঘোষণা মুখ্যসচিবের

কলকাতা: রাজ্যে করোনা সংক্রমণ নিয়ে এবার ইতিবাচক পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যসচিব রাজীব সিনহা৷ বাংলার কনোর পরিস্থিতি উদ্বেগজনক নয় বলেও মনে করছেন তিনি৷ রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়লেও আতঙ্ক হওয়ার কোনও কারণ নেই বলেও মত প্রকাশ করেছেন মুখ্যসচিব৷ জানিয়েছেন, করোনা যেভাবে সংক্রমিত হচ্ছে, তার থেকেও দ্রুত কাজ করছে রাজ্য সরকার৷ করোনা সংক্রমণ বাড়লেও রাজ্যে লকডাউন বাড়ানোর কোনও পরিকল্পনা নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি৷ তবে কনটেনমেন্ট এলাকায় কিছু কড়াকড়ি থাকবে৷

আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যসচিব৷ জানান, করোনা সুরক্ষা বিধি মালা প্রয়োজন৷ যেখানে তা লঙ্ঘিত হচ্ছে, সেখানে বাড়ছে করোনা৷ কলকাতা সহ বেশ কয়েকটি আরও সমন্বয়ে জোর দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মুখ্যসচিব৷ করোনা আক্রান্তের সংখ্যা বাড়লে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলেও আশ্বাস্ত করেছেন তিনি৷ রাজ্যে লকডাউন বাড়ানোর কোনও পরিকল্পনা নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন৷ যত পরীক্ষা হবে, ততো করো না সংক্রমণ ধরা পড়বে৷ রাজ্যে আপাতত লকডাউন বাড়ানোর পরিকল্পনা নেই৷ তবে কিছু কনটেনমেন্ট জোনে নজরজারি ও কড়াকড়ি থাকবে৷ মুখ্যসচিব জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যের করোনা চিকিৎসাধীন ১৪ হাজারের বেশি৷ যে বিধি লঙ্ঘন হচ্ছে, সেখানে বেশি সংক্রমণ হচ্ছে বলেও জানিয়েছেন তিনি৷

নবান্ন থেকে মুখ্যসচিব বলেন, ‘‘আক্রান্তের সংখ্যা বাড়লে আতঙ্কিত হবেন না৷ আমরা প্রস্তুত রয়েছি৷ করোনার থেকেও দ্রুত গতিতে আমরা কাজ করছি৷আমি আবারও বলছি, যে গতিতে করোনা বাড়ছে, তার থেকে বেশি গতিতে আমরা কিন্তু আমাদের ব্যবস্থা করছি৷ সেটা সঙ্গে বেসরকারি ক্ষেত্রে যুক্ত রয়েছে৷ ফলে আমাদের মধ্যে কোনও সংকট পরিস্থিতি তৈরি হয়নি৷ এই মুহূর্তে আমাদের লকডাউন মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই৷ আমরা যেটা ভাবছি, কনটেনমেন্ট জোনে আমরা লকডাউন করব৷ ব্যাপকভাবে লকডাউনের আপাতত সেরকম কোনও পরিস্থিতি আসেনি৷ সে রকম কোনো পরিকল্পনা নেই৷ কিন্তু কনটেনমেন্ট জোনের ভেতরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে৷ নিয়ন্ত্রণ থাকবে৷ অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া আর কিছু ছাড় দেওয়া হবে না৷ এটাই চলবে৷ আপাতত কোনও পরিকল্পনা নেই৷’’

জানান, দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা বাড়িয়ে ২৫ হাজারে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ একমাসের মধ্যে কোভিড হাসপাতালে আরও ৫ হাজার বেড বাড়ানোর হবে৷ বর্তমানে বাংলায় রয়েছে ১৫ হাজার কোভিদ বেড৷এখনও যথেষ্ট সংখ্যক বেড খালি রয়েছে বলেও জানিয়েছেন মুখ্যসচিব৷ হাসপাতলে শয্যার অভাব নিয়ে এখন আতঙ্কের কোন কারণ নেই বলেও জানিয়েছেন তিনি৷ পাশাপাশি কোভিদ বেডের উপর অপ্রয়োজনীয় চাপ কমাতে উপসর্গহীন ও মৃদু উপসর্গযুক্ত রোগীদের হোম আইসলেশনের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যসচিব৷ জানান, করোনা উপসর্গ নিয়ে বাড়িতে যারা আইসলেশনে থাকবেন তাঁদের জন্য ২৪ ঘণ্টা স্বাস্থ্য বিষয়ক একটি হেল্পলাইনে চালু করা হচ্ছে৷ ১৮০০৩১৩৪৪৪২২২ নম্বরে ২৪ ঘণ্টা ফোন করা যাবে৷

অন্যদিকে, গোষ্ঠী সংক্রমণের আশঙ্কায় কেরলের তিরুবনন্তপুরমে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে৷ শুক্রবার কেরল সরকার জানিয়েছে, তিরুবনন্তপুরম জেলার দু’টি উপকূলবর্তী এলাকায় গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে৷ সেখানে পূর্ণ লকডাউন করা হবে৷ কেরলে গত ২৪ ঘণ্টায় ৮০০ জন নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন৷ সেরাজ্যে সংক্রমণের সংখ্যা ১১ হাজার পেরিয়ে গিয়েছে৷ বৃহস্পতিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ১১৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − eighteen =