অ্যাকাউন্টে ১৫০০ টাকা পাঠাবে রাজ্য, দুর্যোগে ৬২৫০ কোটি বরাদ্দ মুখ্যমন্ত্রীর

অ্যাকাউন্টে ১৫০০ টাকা পাঠাবে রাজ্য, দুর্যোগে ৬২৫০ কোটি বরাদ্দ মুখ্যমন্ত্রীর

কলকাতা: নবান্নে সাংবাদিক বৈঠকে উম্পুন পরিস্থিতি নিয়ে একবার উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উম্পুনের তাণ্ডবের পর কী কী পদক্ষেপ করা হচ্ছে, সেই হিসেবও তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷ব বরাদ্দ করেছেন বিপুল পরিমাণ টাকা৷

এর পর উম্পুন নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই ক’মাসে সরকারের কোনও আয় নেই৷ সরকারি কর্মীদের বেতন এবং পেনশন দিতে হচ্ছে৷ কোভিড-১৯ এর জন্যও কোটি কোটি টাকা খরচ হয়ে গিয়েছে৷ এ মাসের ২০ তারিখে ভয়ঙ্কর ঝড়ে কয়েক ঘণ্টার মধ্যে লন্ডভন্ড হয়ে গিয়েছে বাংলার বিস্তীর্ণ অঞ্চল৷ ৬ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত৷ দুর্গতদের সাহায্য করার জন্য একটি ত্রাণ তহবিল করা হয়েছে৷ সংবাদমাধ্যমকের কাছেও তাঁর আর্জি, আপনারাও একটু আবেদন করবেন, যাতে আমরা সাহায্য পাই৷ টাকা পয়সা ছাড়া, ত্রাণ সামগ্রীও পাঠাতে যাবে৷ মুখ্যমন্ত্রীর আবেদন, দয়া করে পুরনো জামাকাপড় দেবেন না৷ এখন আর কোনও মানুষ পুরনো জামা কাপড় পড়তে চায় না৷ যা পারবেন দিন— ত্রিপল, বইখাতা, চিড়ে, গুড়, মুডি়, চাল, ডাল, আলু৷ বহু ছেলেমেয়ের বইখাতা নষ্ট হয়ে গিয়েছে৷ তাঁদের জন্য বই দিতে পারেন৷  

মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার ১ হাজার কোটি টাকার সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিল৷ রাজ্য সরকারেও ১ হাজার কোটি টাকা দিয়েছিল৷ কিন্তু ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে, এতেও কুলচ্ছে না৷ তাই ৬২৫০ কোটি টাকা ছাড়ার ব্যবস্থা করা হয়েছে৷ ৫ লক্ষ পরিবার, যাঁদের ঘর নষ্ট হয়ে গিয়েছে, তাঁদের ২০ হাজার টাকা করে দেওয়া হবে৷ পরে আরও ৫ লক্ষ মানুষকে সাহায্য করা হবে৷ ২৮ হাজার টাকা পাওয়া যাবে ১০০ দিনের কাজের মধ্যে দিয়ে৷ বাড়তি অনুদান হিসাবে ২০ লক্ষ কৃষকের জন্য ৩০০ কোটির ব্যবস্থা করা হয়েছে৷ কৃষকরা মাথাপিছু এতে ১৫০০ টাকা করে পাবেন৷ পানের বরজের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ এখনই পানের বরজের জন্য ১ লক্ষ লোককে ৫ হাজার টাকা দেওয়া হবে৷ আরও ১৫ হাজার টাকা যাতে তাঁরা পায়, তার জন্য ১০০ দিনের কাজ পাকা করে দেওয়া হবে৷ অর্থাৎ সব মিলিয়ে পানের বরজের জন্য ২০ হাজার টাকা পাওয়া যাবে৷

টিউবওয়েলের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ সেচ দফতরের বাঁধ ভেঙে গিয়েছে, সেগুলি মেরামতির জন্য ২০০ কোটি টাকা দেওয়া হয়েছে৷ গ্রামীণ রাস্তা সংস্কারের জন্য ১০০ কোটি টাকা৷ স্কুল বিল্ডিং,পানীয় জল শৌচালয় ১০০ কোটি৷ পোল্ট্রি, গবাদি পশুর জন্য ১০০ কোটি রাখা হয়েছে ৷ মৎস্য দফতরে ১০০ কোটি টাকা রাখা হয়েছে৷ হর্টিকালচারের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ তিনি জানান, জুন মাসে কৃষকবন্ধু স্কিমের জন্য ৮০০ কোটি টাকা ছাড়তে হবে৷ জয়বাংলা, জয় জহর সহ বিভিন্ন প্রকল্পে ১ হাজার কোটি টাকা রাখা হয়েছে৷ ৫০ লক্ষ উপভোক্তার জন্য ২০০০ টাকা করে দেওয়া হবে৷ জুন এবং জুলাইয়ের জন্য এই টাকা রিলিজ করা হল৷

ইতিমধ্যেই স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের ২৭৩টি সাব স্টেশন আমরা চালু করে গিয়েছে৷ ৮৮ লক্ষ গ্রাহকের মধ্যে ৭০ লক্ষ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ ফেরানো সম্ভব হয়েছে৷  টেকনিক্যাল সমস্যার জন্য বাকিদের বিদ্যুৎ পেতে সমস্যা হচ্ছে৷ প্রয়োজনে এই সব এলাকায় জেনারেটর চালিয়ে পরিস্থিতি সামাল দিতে হবে বলেও জানান মুখ্যমন্ত্রী৷ এর মধ্যেই প্রায় ৪০০টি সেতু মেরামত করে হয়েছে৷ ৬ জুন ভরাকোটাল আছে, তার জন্য প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছে৷ ২০ হাজার পান বরজ আগের অবস্থায় ফেরানোর কাজ শুরু হয়েছে ৷  বিভিন্ন জেলায় ৬ হাজার পুকুর পরিষ্কার করার কাজ শুরু হয়ে গিয়েছে৷ শুরু হয়েছে ১০০ দিনের কাজ৷

সুন্দরবনে ১০ লক্ষ ম্যানগ্রোভ গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷ টিউবয়েলগুলি সক্রিয় করা হবে ১ জুনের মধ্যে৷ আজকে আমরা উম্পুন সাইক্লোন রিলিফের পক্ষ থেকে ১ লক্ষ মানুষকে এই টাকাগুলো দেওয়া হবে৷ আমি ক্লিক করলেই ১ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে৷ আজ থেকে বাড়ি নির্মাণের জন্য ২০ হাজার টাকা করে দিয়ে দিলাম৷  যাঁরা পাননি, কালকের মধ্যে পৌঁছে যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + three =