করোনা যুদ্ধে মোদি-মমতাকে ভূমিকার প্রশংসায় বাংলার রাজপাল

করোনা যুদ্ধে মোদি-মমতাকে ভূমিকার প্রশংসায় বাংলার রাজপাল

কলকাতা: করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য এবার একই সুরে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়েরও। সোমবার সকালে এক টুইট বার্তায় প্রতিকূল পরিস্থিতিতে লড়াই চালিয়ে যাওয়ার জন্য বিপরিত মেরুর দুই রাজনৈতিক ব্যক্তিত্বকেই ধন্যবাদ জানান তিনি। ধনকর বলেন, 'বর্তমান পরিস্থিতিতে রাজনীতির ভাইরাস কাজ করা  বন্ধ করে দিয়েছে। দেশের প্রধানমন্ত্রী সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্দান্ত কাজ করছেন, তাঁর সঙ্গে সব রাজনৈতিক দলের সমর্থন রয়েছে। আমাদের এই যুদ্ধে জিততেই হবে।'

জগদীপ ধনকর রাজ্যপালের আসনে  বসার পর থেকেই কোনও না কোনও বিষয় নিয়ে রাজ্য সরকারের সঙ্গে তাঁর বিরোধ লেগেই থেকেছে। কিন্তু করোনা পরিস্থিতি যেমন মোদি মমতার মত যুযুধান প্রতিপক্ষকে এক যায়গায় দাঁড় করিয়ে দিয়েছে তেমন অবস্থান বদল লক্ষ করা যাচ্ছে ধনখড়েরও তিনি বলেছেন, 'এই যুদ্ধে ১০০ শতাংশ পেলেই পাশ করা যাবে। কিন্তু তার কম মানেই যুদ্ধে হার। আমার বিশ্বাস আমরা এই যুদ্ধে জয়লাভ করবই।'

ইতিমধ্যেই দেশে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ১,২০০ ছুঁয়েছে, মৃত ৩০। অন্যদিকে রাজ্যে আক্রান্তের সংখ্যা ২১ ও মৃত ২। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দুরত্বকে সরিয়ে সারা দেশই একযোগে লড়াই করছে। যা এদেশের রাজনৈতিক পরিসরে বিরলতম ঘটনা । সেদিক থেকে দেখলে করোনার সঙ্গে এই লড়াইয়ে একজোট গোটা দেশ। সেই কথাই রাজ্যপালের টুইটে প্রকাশ পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *