বাড়ির বাইরে পা রাখলেই মাস্ক পরা বাধ্যতামূলক করল রাজ্য

বাড়ির বাইরে পা রাখলেই মাস্ক পরা বাধ্যতামূলক করল রাজ্য

কলকাতা: করোনা রুখতে এবার মাস্ক পরা বাধ্যতামূলক করল রাজ্য সরকার৷ জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে পা রাখলেই নাক-মুখ ঢেকে রাখতেই হবে৷ যাতে কোনও ভাবেই সংক্রমণ না ছড়িয়ে পড়ে৷ মূলত তা নিশ্চিত করতেই মাস্ক পড়া বাধ্যতামূল করেছে রাজ্য৷ রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছেন বলে খবরে প্রকাশ৷

জানানো হয়েছে, বাজার চলতি মাস্ক না পাওয়া গেলেও কাপড়ের টুকরো কিংবা ওড়না, গামছা অথবা রুমাল দিয়ে মুখ-নাক ঢেকে রাখতে হবে৷ করোনা মূলত নাক, মুখ থেকে ছড়ায় ও সংক্রমিত হয়৷ হাঁচি, কাশির কণা বা ড্রপলেট থেকে করোনা ছড়িয়ে পড়ে৷ আস সেই কারণে মাস্ক পরলে সেই সংক্রমণ রোখা সম্ভব৷

ইতিমধ্যেই দিল্লি থেকে শুরু করে গুজরাত-সহ একাধিক রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে৷ এবার রাজ্য সরকারের তরফে প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, করোনায় আরও দু’জনের মৃত্যু হয়েছে৷ ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৷ নতুন করে আক্রান্তের খবর না থাকলেও সতর্ক রাজ্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =