নিঃশব্দে বিদায় নিলেন ১০৭ বছরের বাংলার স্বাধীনতা সংগ্রামী

দেশকে স্বাধীন করে নিঃশব্দে বিদায় দিলেন হাওড়ার শ্যামপুরের স্বাধীনতা সংগ্রামী ভীমচন্দ্র জানা৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৭ বছর৷ শুক্রবার দীর্ঘ রোগভোগের পর শ্যামপুরের শশাটিতে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভীমচন্দ্র৷

হাওড়া: দেশকে স্বাধীন করে নিঃশব্দে বিদায় দিলেন হাওড়ার শ্যামপুরের স্বাধীনতা সংগ্রামী ভীমচন্দ্র জানা৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৭ বছর৷ শুক্রবার দীর্ঘ রোগভোগের পর শ্যামপুরের শশাটিতে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভীমচন্দ্র৷

জানা গিয়েছে, ১৯৩০ সালে মাত্র ১৭ বছর বয়সে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হাত ধরে স্বাধীনতা সংগ্রামে যোগদেন ভীমচন্দ্রবাবু৷ইংরেজদের বিরুদ্ধে সরব হয়ে গণআন্দোলনে সামিল হন তিনি৷ একাধিক গণআন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি৷ ছিলেন ইংরেজদের নেকনজরে৷ তিন তিন বার জেলে যেতে হয় তাঁকে৷ সহ্য করতে হয় ইংরেজদের অত্যাচার৷ ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পরও নিজের গ্রাম ছেড়ে শ্যামপুরে চলে যান৷ সেখানেই স্থায়ী ঠিকানা তৈরি করেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *