করোনায় ‘কল্পতরু’ বঙ্গ বিজেপি! মহিলারা বানাচ্ছেন মাস্ক, সাংসদরা দিচ্ছেন টাকা

করোনায় ‘কল্পতরু’ বঙ্গ বিজেপি! মহিলারা বানাচ্ছেন মাস্ক, সাংসদরা দিচ্ছেন টাকা

কলকাতা: এই কঠিন সময়ে পারস্পরিক দোষারোপের রাজনীতি থেকে সরে এসেছে প্রতিটি রাজনৈতিক দল। এই সময়ে, রাজ্য বিজেপি'র মহিলা নেতৃত্ব 'মাস্ক' তৈরির দায়িত্ব নিয়েছে। এছাড়া, রাজ্য বিজেপি'র তরফে একটি ফোন নম্বর চালু করা হয়েছে। 6289653131 নম্বরে করোনা সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করা যাবে। এই নম্বরটি Whats App এও কাজ করবে।

রাজ্য বিজেপির জন প্রতিনিধিরা নিজেদের এমপি ল্যাড ফান্ড এবং নিজেদের বেতন থেকে করোনা মোকাবিলায় অর্থদান করেছেন। রুপা গাঙ্গুলি ৮ কোটি টাকা দিয়েছেন, সুরিন্দারজিৎ সিং আলুওয়ালিয়া দিয়েছেন ১.৬ কোটি, দিলীপ ঘোষ, অর্জুন সিং, লকেট চ্যাটার্জি, শান্তনু ঠাকুর ১ কোটি টাকা দিয়েছেন।

সৌমিত্র খান, খগেন মুর্মু, জ্যোতির্ময় সিংহ, কুনার হেমব্রম, নিশীথ প্রামানিক, জন বারলা, রাজু বিস্ট, দেবশ্রী চৌধুরী, জয়ন্ত রায়, সুকান্ত মজুমদার, নিরাজ জিম্বাও অর্থ সাহায্য করেছেন। প্রত্যেক এম পি- এক কোটি টাকা বা তার বেশি দিয়েছেন।

উল্লেখযোগ্য, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশ অনুসারে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ঘোষণা করেছেন প্রতি বিজেপি কর্মী ৫ জনের খাওয়ার দায়িত্ব নেবেন। বাংলায় এক কোটি বিজেপি কর্মী পাঁচ কোটি মানুষের দায়িত্ব নেবেন বলে তিনি আশা রাখেন। কিন্তু, আদতে, বিজেপি কর্মীরা কতটা করবেন, তা কিছুদিন পরে বোঝা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *