নিষিদ্ধ শব্দ বাজি ফাটালে হবে ৫ বছরের জেল, চিনিয়ে দেবে ড্রোন

কলকাতা: প্রত্যেক বছর শহরে শব্দ দানবের দৌরাত্ম্য রুখতে যৌথ অভিযান চালায় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পুলিশ৷ কিন্তু প্রত্যেকবার আইনের ফাঁক গলে পুলিশকে ফাঁকি দিয়ে শহরের একাধিক জায়গায় দেদার ফাটতে শুরু করে শব্দবাজি৷ কিন্তু কোনও জায়গায় নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি লাগাম টানা যাচ্ছে না৷ আর সেই কারণে এবার কলকাতা ও সংলগ্ন এলাকার বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠক করলেন

নিষিদ্ধ শব্দ বাজি ফাটালে হবে ৫ বছরের জেল, চিনিয়ে দেবে ড্রোন

কলকাতা: প্রত্যেক বছর শহরে শব্দ দানবের দৌরাত্ম্য রুখতে যৌথ অভিযান চালায় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পুলিশ৷ কিন্তু প্রত্যেকবার আইনের ফাঁক গলে পুলিশকে ফাঁকি দিয়ে শহরের একাধিক জায়গায় দেদার ফাটতে শুরু করে শব্দবাজি৷ কিন্তু কোনও জায়গায় নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি লাগাম টানা যাচ্ছে না৷ আর সেই কারণে এবার কলকাতা ও সংলগ্ন এলাকার বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও কলকাতা, বারাকপুর, হাওড়া, বিধাননগর পুলিশ কমিশনার প্রতিনিধিরা৷

বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে, নিষিদ্ধ শব্দ বাজি ফাটালে এবছর কালীপুজোয় এনভারমেন্ট প্রটেকশন অ্যাক্ট ১৯৬৮-এর ১৫ নম্বর ধারায় কঠোর ভাবে প্রণয়ন করবে পুলিশ৷ আইন থাকলেও দূষণ নিয়ন্ত্রণ আইন প্রণয়ন প্রয়োগ ছিল না৷ ফলে, এবার আইন প্রয়োগ করতে পুলিশের সঙ্গে পথে নামবে পর্ষদ৷ এই আইনে অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাবাসের সংস্থান রয়েছে৷ সঙ্গে এক লক্ষ টাকা জরিমানা৷

বহুতলের ছাদের পোড়ানো হচ্ছে কি না তা জানতে কলকাতা সহ বিভিন্ন কমিশনের পুলিশকে নির্দেশ দিয়েছে৷ পর্ষদ বৈঠকে জানিয়েছে, পুজোর সময় রাস্তায় নজরদারি করে কীভাবে শব্দতাণ্ডব কমানো যায়, সে দিকে নজর রাখা হবে৷ এবার পরিকল্পনা রয়েছে, শহরের বিভিন্ন বহুতলের উপর নজরদাবি বাড়াতে আকাশে ওড়ানো হবে ড্রোন৷ কোন বহুতলে কোন ধরেন বাজি পোড়ানো হচ্ছে, তাও নজর রাখা হবে৷ ড্রোন উড়িয়ে ভিডিওগ্রাফি করে অভিযুক্তদের চিহ্নিত করা হবে বলেও জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 10 =