বাংলায় নিষিদ্ধ হোক মদ, দাবি এসইউসিআইয়ের

বনগাঁ: পাড়ায় পাড়ায় নতুন ভাবে মদের দোকান খোলার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আজ বনগাঁ শহরজুড়ে বনগাঁয় বিক্ষোভ মিছিল করল এসইউসিআই৷ বিক্ষোভ দেখানো হয় মহকুমা শাসকের দপ্তরেও৷ এসডিও’র কাছে দেওয়া হয় ডেপুটেশন৷ নতুন করে মদের দোকান ও মদ নিষিদ্ধ করার দাবিতে শুক্রবার রাজ্যজুড়ে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করে এসইউসিআই (কমিউনিস্ট)৷ রাজ্যের সঙ্গে সঙ্গে এদিন দলীয় কর্মীদের নিয়ে বনগাঁ

বাংলায় নিষিদ্ধ হোক মদ, দাবি এসইউসিআইয়ের

বনগাঁ: পাড়ায় পাড়ায় নতুন ভাবে মদের দোকান খোলার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আজ বনগাঁ শহরজুড়ে বনগাঁয় বিক্ষোভ মিছিল করল এসইউসিআই৷ বিক্ষোভ দেখানো হয় মহকুমা শাসকের দপ্তরেও৷ এসডিও’র কাছে দেওয়া হয় ডেপুটেশন৷ নতুন করে মদের দোকান ও মদ নিষিদ্ধ করার দাবিতে শুক্রবার রাজ্যজুড়ে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করে এসইউসিআই (কমিউনিস্ট)৷ রাজ্যের সঙ্গে সঙ্গে এদিন দলীয় কর্মীদের নিয়ে বনগাঁ শহরে বিক্ষোভ মিছিলেও করা হয়৷

এসইউসিআই নেতৃত্বের দাবি, পাড়ায় পাড়ায় নতুন ভাবে মদের দোকান খোলার সরকারি সিদ্ধান্ত কার্যকর হলে বাড়বে গার্হস্থ্য হিংসা৷ আইন-শৃঙ্খলাও ভেঙে পড়ারও আশঙ্কার কথাও জানানো হয়েছে৷ তাঁদের দাবি, অবিলম্বে সরকার তার সিদ্ধান্ত প্রত্যাহার করুক৷ বিহারের মতো বাংলায়ও নিষিদ্ধ হোক বদ বিক্রির কারবার৷ যদিও, এই মদ বিক্রি করেই কয়েক কোটি টাকার রাজস্ব সংগ্রহ করে থাকে সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + one =