খুলে গেল সেই বাগরি মার্কেট, দোকানিরা ফের পুরনো স্টলে

কলকাতা: লোকসভা ভোটের মুখে বৃহস্পতিবার খুলে গেল বাগরি মার্কেটের বেশিরভাগ অংশ। ছাদের উপর এক লক্ষ লিটার ধারণক্ষমতা সম্পন্ন জলের ট্যাঙ্ক, সেখানে জল তোলার জন্য চারটি নতুন পাম্প বসানো হয়েছে ইতিমধ্যেই। ভূগর্ভস্থ জলাধার সহ আরও বেশ কিছু কাজ আগামী ছ’মাসের মধ্যে করে ফেলা হবে বলে ১৭ এপ্রিল দমকল দপ্তরের কাছে লিখিত ঘোষণাপত্র দেন ব্যবসায়ীরা। তারপর বাজারের

খুলে গেল সেই বাগরি মার্কেট, দোকানিরা ফের পুরনো স্টলে

কলকাতা: লোকসভা ভোটের মুখে বৃহস্পতিবার খুলে গেল বাগরি মার্কেটের বেশিরভাগ অংশ। ছাদের উপর এক লক্ষ লিটার ধারণক্ষমতা সম্পন্ন জলের ট্যাঙ্ক, সেখানে জল তোলার জন্য চারটি নতুন পাম্প বসানো হয়েছে ইতিমধ্যেই। ভূগর্ভস্থ জলাধার সহ আরও বেশ কিছু কাজ আগামী ছ’মাসের মধ্যে করে ফেলা হবে বলে ১৭ এপ্রিল দমকল দপ্তরের কাছে লিখিত ঘোষণাপত্র দেন ব্যবসায়ীরা।

তারপর বাজারের বেশিরভাগ অংশ খুলে দেওয়ার জন্য শর্তসাপেক্ষে ছাড়পত্র মেলে দমকল দপ্তরের তরফে। উপরের জলাধারের জল যাতে বাজারের সব অংশে সহজে যেতে পারে, তার জন্য আট ইঞ্চি ব্যাস যুক্ত পাইপলাইনও বসানো হয়েছে। তবে এখানকার ভয়াবহ অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ‘এ’ ব্লকের ভবিষ্যৎ এখনও অন্ধকারে। সেই অংশ যত তাড়াতাড়ি সম্ভব খুলে দিতে তৎপরতা চলছে। তবে সমস্ত সরকারি নিয়মকানুন মেনে ‘এ’ ব্লকের প্রায় ১৩০টি দোকান চালু করতে আরও ছ’মাস সময় লেগে যাবে বলে মনে করছে এখানকার ব্যবসায়ীদের সংগঠন।

এদিন বাগরি মার্কেটের ক্ষতিগ্রস্ত অংশের ডি, ই, এফ ব্লক খুলে দেওয়া হয়েছে। বি, সি, জি এবং এইচ ব্লকের ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হওয়ায় এই অংশের দোকানগুলি কিছুদিন আগেই চালু করে দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের তরফে বলা হচ্ছে, পুরসভা, দমকল, বিদ্যুৎবণ্টন সংস্থা সহ সংশ্লিষ্ট সবপক্ষের যাবতীয় পরামর্শ মেনে নিয়েই খুলেছে বাগরি মার্কেট। ‘এ’ ব্লকের ক্ষেত্রেও সব নিয়ম মেনেই তা খোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + eleven =