বৃষ্টি নেই, তবু প্লাবিত হল নিউটাউনের গ্রাম, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

বৃষ্টি নেই, তবু প্লাবিত হল নিউটাউনের গ্রাম, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

কলকাতা: শুকনো আবহাওয়াতেও নয়া জল যন্ত্রনা৷ জমা জল পাস করাতে গিয়ে জলের তলায় তলিয়ে গেল আস্ত গ্রামটাই৷ হিডকোর অধীনস্থ নিউটাউন এলাকার জমা জল পাস করতে গিয়ে সোমবার ঘটে গেল এমনই বিপত্তি। নিউটাউন লাগোয়া একটা গোটা গ্রাম চলে গেল জলের তলায়। ঘটনার জেরে খটখটে আবহাওয়াতেও বানভাসি হয়ে ঘরছাড়া হতে হল নিউটাউনের উত্তর হাটগাছা এলাকার মানুষজনকে৷

যার জেরে বাসিন্দাদের কারও আশ্রয়স্থল এখন আত্মীয়দের বাড়ি৷ কারও বা ভাড়া বাড়ি। সমস্যার স্থায়ী সমাধান চেয়ে হিডকোর দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা৷ তাঁদের দাবি, অবিলম্বে সমস্যার সমাধান চায়৷ প্রসঙ্গত, নিম্নচাপের জেরে টানা বৃষ্টি এবং সেই বৃষ্টি থেমে গেলেও হিডকো অধীনস্থ নিউটাউনের একাধিক এলাকা জলমগ্ন৷ আর সেই জল পাস করতে গিয়ে বিপত্তি।
 
উত্তর হাটগাছার গ্রামবাসীদের অভিযোগ, যে নিউটাউন এর বিভিন্ন জায়গার জল পাম্প লাগিয়ে খালের মাধ্যমে পাস করেছিল এবং সেই খালের বাঁধ ভেঙে উত্তর হাটগাছা গোটা গ্রাম এখন জলের তলায়। যার ফলে এই মুহূর্তে ঘর ছাড়া গ্রামবাসীরা। তাঁরা আশ্রয় নিয়েছে বিভিন্ন আত্মীয়-স্বজনদের বাড়িতে এবং কেউ কেউ আশ্রয় নিয়েছে ভাড়া বাড়িতে। এই সমস্যার কথা জানাতে হিডকো ভবনের আসেন গ্রামবাসীরা৷

এদিন তাঁরা একটি আবেদন পত্র জমা দেয়। যাতে এই জল দ্রুত  নামানোর ব্যবস্থা করে হিডকো কর্তৃপক্ষ৷ বাসিন্দারা বলেন, ‘‘অপরিকল্পিতভাবে বসতি গড়ে তোলার ফলেই আজ আমাদের এই অবস্থা৷ অবিলম্বে সমস্যার স্থায়ী সুরাহার ব্যবস্থা না করা হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *